পশ্চিমবঙ্গ

west bengal

Rabindra Jayanti: কবিগুরুর 163তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মোদি-মমতার, টুইট করলেন স্বরাষ্ট্রমন্ত্রীও

By

Published : May 9, 2023, 12:44 PM IST

Updated : May 9, 2023, 2:09 PM IST

কবিগুরুকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও চিন্তায় ভারতে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গিকার করলেন তিনি ৷ বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অমিত শাহ ৷

Rabindra Jayanti ETV BHARAT
Rabindra Jayanti

নয়াদিল্লি, 9 মে: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী ৷ 25 বৈশাখে কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলা তথা বিশ্ব সাহিত্য, সঙ্গীত, শিক্ষা এবং সংস্কৃতিতে তাঁর অবদানের কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷ জানান, নোবেলজয়ীর চিন্তা এবং ভাবধারায় ভারতকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সরকার সদা সচেষ্ট ৷ কবিগুরুর জন্মজয়ন্তীতে টুইটারে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ উল্লেখ্য, একদিনের রাজ্য সফরে এসে আজ সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷

কবিগুরুর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদি লেখেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর জয়ন্তীতে আমার শ্রদ্ধা জানাই ৷ শিল্পকলা থেকে সঙ্গীত এবং শিক্ষা থেকে সাহিত্য, তিনি বিভিন্ন ক্ষেত্রে নিজের অমোঘ ছাপ রেখে গিয়েছেন ৷ আমরা একটি সমৃদ্ধ, প্রগতিশীল এবং আলোকোজ্জ্বল ভারত গড়ে তোলার তাঁর স্বপ্নপূরণে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি ৷’’

তবে, শুধু প্রধানমন্ত্রী নন ৷ এদিন টুইটারে বাংলা ভাষায় কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেন অমিত শাহ ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিবাদ তথা মানবতাবাদের আদর্শকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়ে ভারতীয় দর্শনকে এক পূর্ণ রূপ প্রদান করেছেন ৷ তাঁর কালজয়ী রচনা ভারতের স্বাধীনতা আন্দোলনের ভিত্তিকে আরও দৃঢ় করে ৷ সদা প্রেরণাদায়ী, এমন দূরদর্শী কবিকে তাঁর জন্মজয়ন্তীতে জানাই শ্রদ্ধাঞ্জলি ৷’’

আরও পড়ুন:তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা...

উল্লেখ্য, আজ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সকাল 11টার সময় তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যান ৷ সেখানে কবির মূর্তিতে মাল্যদান করেন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷ এরপর ঠাকুরবাড়ির অন্দরে প্রবেশ করেন ৷ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতি নিয়ে তৈরি সংগ্রহশালা ঘুরে দেখেন তিনি ৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তীয় একটি অনুষ্ঠানে যোগ দেবেন শাহ ৷ সেখান থেকে আজ রাতেই দিল্লি ফিরে যাবেন ৷

আরও পড়ুন:পঁচিশে বৈশাখে কবিগুরুর পছন্দের রসনা নিয়ে হাজির 'জোড়াসাঁকো', উদ্বোধনে পঞ্চকবির কন্যা

এ দিন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবিগুরুর সম্মানে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন ৷ তিনি লেখেন, ‘‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে তাঁকে আমার বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করি ৷ সাহিত্য ও শিল্পে তাঁর মহান অবদান আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে চলেছে এবং বিশ্বজুড়ে অনেককে অনুপ্রাণিত করছে ৷ প্রার্থনা করি তাঁর শিক্ষা এবং দর্শন আমাদের পথপ্রদর্শক হয়ে উঠুক ৷

Last Updated :May 9, 2023, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details