পশ্চিমবঙ্গ

west bengal

MS Swaminatahan Passes Away: প্রয়াত কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 12:50 PM IST

Updated : Sep 28, 2023, 1:48 PM IST

Agricultural Scientist MS Swaminatahan Passes Away: প্রয়াত হলেন কিংবদন্তি কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন ৷ তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷ স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ৷ বৃহস্পতিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে তাঁর মৃত্যু হয় ৷

MS Swaminatahan Passes Away
MS Swaminatahan Passes Away

চেন্নাই, 28 সেপ্টেম্বর: কিংবদন্তি কৃষিবিজ্ঞানী এমএস স্বামীনাথন প্রয়াত হয়েছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 98 বছর ৷ তাঁকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ৷ বৃহস্পতিবার তামিলনাড়ুর চেন্নাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷ বার্ধক্য়জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৷

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় তিনি পোস্ট করেন ৷ সেখানে প্রধানমন্ত্রী লেখেন, "ড. এমএস স্বামীনাথনজির মৃত্যুতে গভীরভাবে শোকাহত । আমাদের দেশের ইতিহাসের একটি অত্যন্ত সংকটময় সময়ে, কৃষিতে তাঁর যুগান্তকারী কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে এবং আমাদের দেশের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছিল ।"

এখানেই না থেমে প্রধানমন্ত্রী আরও লিখেছেন, "কৃষিতে তাঁর বৈপ্লবিক অবদানের বাইরেও, ড. স্বামীনাথন ছিলেন উদ্ভাবনের শক্তিশালা এবং অনেকের জন্য একজন লালন-পালনকারী পরামর্শদাতা । গবেষণা এবং পরামর্শদানের প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি অগণিত বিজ্ঞানী এবং উদ্ভাবকদের উপর একটি অমোঘ চিহ্ন রেখে গিয়েছে ।" তাঁর সঙ্গে এমএস স্বামীনাথনের সাক্ষাতের বিষয়েও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

এমএস স্বামীনাথন 1925 সালের 7 অগস্ট জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সির কুম্বাকোনামে ৷ তাঁর বাবা এমকে সাম্বাভিসান ও মা পার্বতী থাঙ্গাম্মাল কেরালার আলাপ্পুঝা থেকে মাদ্রাজ প্রেসিডেন্সিতে এসেছিলেন ৷ মাত্র 11 বছর বয়সে তিনি বাবাকে হারান ৷ তার পর এক কাকার কাছে থাকতেন ৷

দেশ-বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি কৃষি-সহ একাধিক বিষয়ে ডিগ্রি পেয়েছেন ৷ 2007 সাল থেকে 2013 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন ৷ 1967 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন ৷ পদ্মভূষণ পেয়েছেন 1972 সালে ৷ 1989 সালে তিনি পদ্মবিভূষণ পান ৷ এছাড়া 1971 সালে রামন ম্যগসাইসাই পুরস্কার ও 1987 সালে তিনি বিশ্ব খাদ্য পুরস্কারও পেয়েছিলেন ৷

মৃত্যুকালে তিনি রেখে গেলেন তাঁর তিন সন্তান, সৌম্যা স্বামীনাথন, মধুরা স্বামীনাথন ও নিত্যা রাওকে ৷ তাঁর স্ত্রী মীরা স্বামীনাথন গত বছর প্রয়াত হন ৷ তাঁর মেয়ে সৌম্যা স্বামীনাথন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মুখ্য বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত ৷ সৌম্যা একজন শিশুরোগ বিশেষজ্ঞ ৷

ছোট থেকেই এমএস স্বামীনাথনের কৃষিতে আগ্রহ ছিল ৷ কিন্তু মা-বাবা চেয়েছিলেন তিনি মেডিসিন নিয়ে পড়ুন ৷ সেই কারণেই তিনি প্রাথমিকভাবে জুলজি নিয়ে পড়াশোনা শুরু করেন ৷ পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও 1943 সালে বাংলা খাদ্যাভাব (পঞ্চাশের মন্বন্তর) দেখে তিনি কৃষিতে মনোনিবেশ করেন ৷ এর পর কৃষিতে তাঁর সব যুগান্তকারী কাজ ভারতের সবুজ বিপ্লবে কার্যকরী ভূমিকা নেয় ৷ সেই কারণেই তাঁকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় ৷

আরও পড়ুন:"জ়িরো বাজেট ফার্মিংয়ে সহমত নই, এ'দশক চিরসবুজ বিপ্লবের"

Last Updated :Sep 28, 2023, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details