পশ্চিমবঙ্গ

west bengal

শুধু মিলিন্দ নন, সাম্প্রতিক অতীতে কংগ্রেস ছাড়েন একাধিক 'নবীন' নেতা

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 8:34 PM IST

Key Leaders Who Deserted Congress in Recent Past: রাহুল গান্ধির 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরুর দিনেই কংগ্রেস ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনা শিবিরে যোগ দিয়েছেন মিলিন্দ দেওরা ৷ তবে, শুধু মিলিন্দ নন ৷ সাম্প্রতিক অতীতে, এমন একাধিক কংগ্রেসের তাবড় নেতাদের বর্তমান প্রজন্ম, শতাব্দী প্রাচীন এই দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT

হায়দরাবাদ, 14 জানুয়ারি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকসভার সাংসদ মিলিন্দ দেওরা আজ কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলেন ৷ মুম্বইয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা শিবিরে নাম লিখিয়েছেন তিনি ৷ এই মিলিন্দ দেওরার আরও একটি পরিচয় রয়েছে জাতীয় রাজনীতিতে ৷ তিনি প্রয়াত কংগ্রেস নেতা মুরলী দেওরার ছেলে ৷ এমন আরও অনেক উদাহরণ রয়েছে কংগ্রেসে ৷ যাঁরা আজীবন কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন এবং সংসদীয় রাজনীতিতে নিজেদের ছাপ ফেলেছেন ৷ কিন্তু, তাঁদের উত্তরসূরীরা কংগ্রেসের নীতি ও ধ্যান ধারণার সঙ্গে মানিয়ে নিতে পারেননি ৷ ফলত, দলত্যাগ করে প্রতিপক্ষ শিবিরে যোগদান করেছেন ৷

তেমনই এক হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ যিনি বর্তমানে কেন্দ্রের মোদি সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী ৷ প্রয়াত মাধব রাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 2020 সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ মধ্যপ্রদেশে 2018 সালে কংগ্রেস সরকার গড়ার পর মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে মতপার্থক্যের জেরে বিজেপিতে চলে আসেন তিনি ৷ সেই সঙ্গে ভেঙে যায় কংগ্রেসের সরকার ৷ আর ফের একবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেন শিবরাজ সিং চৌহান ৷

সাম্প্রতিক সময়ে 2022 সালের জানুয়ারি মাসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রতনজিৎ প্রতাপ নারায়ণ সিং কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ তিনি 2009 লোকসভা নির্বাচনে কুশিনগর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন ৷ অনিল অ্যান্টনি, কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনির ছেলে ৷ কেরালার এই রাজনীতিবিদের ছেলে অনিলও কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েলের হাত ধরে বিজেপিতে গিয়েছেন তিনি ৷ এমনকি একসময় রাহুল গান্ধির কাছের লোক হিসেবে পরিচিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদও বর্তমানে বিজেপিতে রয়েছেন ৷

এই তালিকায় রয়েছেন অলপেশ ঠাকর ৷ গুজরাত কংগ্রেসের দাপুটে এই নেতাও কংগ্রেস ছেড়েছেন ৷ 2022 সালে গুজরাত বিধানসভা নির্বাচনে গান্ধিনগর দক্ষিণ থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি ৷ কিন্তু, এখানেও দলের সঙ্গে মতপার্থক্যের জেরে কংগ্রেস ছাড়েন ৷ পরবর্তী সময়ে তিনি বিজেপিতে যোগ দেন ৷ গুজরাতের পাতিদার নেতা হার্দিক প্যাটেলও কংগ্রেস ছেড়েছেন ৷ এমনকি পঞ্জাবের কংগ্রেস নেত্রী অশ্বিনী কুমারি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুনীল জাখর দল ছেড়েছেন ৷

আরও পড়ুন:

  1. 'বিজেপির ঘৃণার চিহ্ন মণিপুর', ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে মন্তব্য রাহুলের
  2. 'মোদিই সবকিছুর মূলে, মিলিন্দ দেওরা পুতুল মাত্র', অভিযোগ জয়রামের
  3. 'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের

ABOUT THE AUTHOR

...view details