পশ্চিমবঙ্গ

west bengal

Dhankhar Files Nomination: উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ জগদীপ ধনকড়ের

By

Published : Jul 18, 2022, 1:07 PM IST

Updated : Jul 18, 2022, 1:43 PM IST

শনিবার সন্ধ্যায় জগদীপ ধনকড়ের নাম এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda) ৷ রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকড় ৷ তার পর আজ, সোমবার সংসদ ভবনে মোদি-শাহদের সঙ্গে গিয়ে পেশ করলেন মনোয়ন (Jagdeep Dhankhar Files Nomination as NDAs VP Candidate) ৷

Jagdeep Dhankhar Files Nomination as NDAs VP Candidate
Dhankhar Files Nomination: উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ জগদীপ ধনকড়ের

নয়াদিল্লি, 18 জুলাই : উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন পেশ করলেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar Files Nomination as NDAs VP Candidate) ৷ শনিবার তাঁর নাম এনডিএ-র প্রার্থী হিসেবে ঘোষণা করেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda) ৷ সোমবার তিনি সংসদ ভবনে গিয়ে মনোনয়ন পেশ করলেন ৷

এদিন মনোনয়নের সময় ধনকড়ের পাশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh), কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি, জেপি নাড্ডা-সহ বিজেপি ও এনডিএ-র শরিক দলের একাধিক নেতা ৷

রাজস্থানের জগদীপ ধনকড় পেশায় আইনজীবী ৷ 1989 সাল থেকে তিনি নির্বাচনী রাজনীতিতে ছিলেন ৷ সাংসদ হয়েছেন ৷ মন্ত্রী হয়েছেন ৷ আবার রাজস্থানের বিধায়কও হয়েছেন ৷ কিন্তু তিনি সবচেয়ে আলোচনায় আসেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল হওয়ার পর ৷ তাঁর সঙ্গে প্রায় রোজই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee Government) বিরোধ বেঁধে থাকত ৷

ফলে শনিবার সন্ধ্যায় যখন তাঁর নাম এনডিএ-র উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী (NDAs VP Candidate) হিসেবে ঘোষণা করা হল, তখন রীতিমতো বিস্মিত হয় দেশের রাজনৈতিক মহল ৷ রবিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন ধনকড় ৷ আর আজ মনোনয়ন পেশ করলেন ৷

আগামী 6 অগস্ট উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচন (Vice President Election 2022) ৷ আগামিকাল মনোনয়ন পেশ করার শেষদিন ৷ সেই সময়সীমা শেষের আগের দিনই মনোনয়ন পেশ করলেন ধনকড় ৷ এবারের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা (Opposition VP Candidate Margaret Alva) ৷ গতকালই তাঁর নাম ঘোষণা করেছে বিরোধীরা ৷ আগামিকাল হয়তো তিনি মনোনয়ন পেশ করবেন ৷

আরও পড়ুন :Bengal Governor: ধনকড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের সঙ্গে বাংলারও রাজ্যপালের দায়িত্বে গণেশন

Last Updated : Jul 18, 2022, 1:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details