ETV Bharat / bharat

Bengal Governor: ধনকড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের সঙ্গে বাংলারও রাজ্যপালের দায়িত্বে গণেশন

author img

By

Published : Jul 18, 2022, 9:21 AM IST

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী জগদীপ ধনকড়ের পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা গ্রহণ করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President accepts Jagdeep Dhankhar resignation)৷ আপাতত মণিপুরের সঙ্গে বাংলারও রাজ্যপালের (Bengal Governor) দায়িত্ব পালন করতে বলা হয়েছে লা. গণেশনকে (Manipur Governor La Ganesan)৷

President accepts Jagdeep Dhankhar's resignation, Manipur Governor La Ganesan Given Additional Charge Of Bengal
ধনকড়ের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির, মণিপুরের সঙ্গে বাংলারও রাজ্যপালের দায়িত্বে গণেশন

নয়াদিল্লি, 18 জুলাই: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড় ৷ তাঁর ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (President accepts Jagdeep Dhankhar resignation)৷ রবিবার গভীর রাতে রাষ্ট্রপতি ভবনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে ৷ আপাতত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মণিপুরের রাজ্যপাল লা. গণেশনের উপর (Manipur Governor La Ganesan)৷

শনিবার বিজেপির তরফে ঘোষণা করা হয় যে, উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে জগদীপ ধনকড়কে ৷ এরপরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন তিনি ৷ রবিবার রাতে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, "পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী জগদীপ ধনকড়ের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন ৷"

বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, মণিপুরের রাজ্যপাল লা. গণেশনকে বাড়তি দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আপাতত দায়িত্ব গ্রহণ করতে বলা হয়েছে ৷ যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হিসেবে কারওকে নিয়োগ করা হচ্ছে, ততদিন পর্যন্ত নিজের দায়িত্বের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে বাড়তি দায়িত্ব পালন করবেন গণেশন ৷

আরও পড়ুন: বাংলার রাজভবনে পরবর্তী মুখ কে ? বড় চমকের অপেক্ষা !

বাংলার রাজভবনের পরবর্তী মুখ কে হতে চলেছেন, তা নিয়ে ইতিমধ্যেই তীব্র জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷ এখনও পর্যন্ত যা খবর, তাতে এই পদের জন্য তিনটি নাম শোনা যাচ্ছে ৷ এই পদে আনা হতে পারে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে । এমনিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বেঙ্কাইয়া নাইডুর সম্পর্ক মধুর । তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করে চমক দিতে পারে বিজেপি । বেঙ্কাইয়া নাইডুর পাশাপাশি একইসঙ্গে নাম শোনা যাচ্ছে সদ্য রাজ্যসভা এবং মন্ত্রিসভা থেকে অব্যাহতি নেওয়া উত্তরপ্রদেশের মুসলিম নেতা মুখতার আব্বাস নকভির । তৃতীয় নামটি অবশ্যই এ রাজ্যের এক হেভিওয়েট নেতার । রাজনৈতিক মহলে জোর জল্পনা, রাজ্যের এক প্রথম সারির বিজেপি নেতার বাবাকে রাজ্যপাল করে পাঠানো হতে পারে এ রাজ্যে । আর যদি এমনটা করা হয়, তাহলে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের পর বিজেপি এ রাজ্যের কারওকে রাজ্যপাল পদে বসাচ্ছে এমনটা হতে পারে (Bengal Governor)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.