পশ্চিমবঙ্গ

west bengal

Shiv Sena Slams PM Modi ধর্ষকদের সংবর্ধনা দেওয়াই কি হিন্দু ঐতিহ্য, বিলকিস নিয়ে মোদির নীরবতায় তোপ শিব সেনার

By

Published : Aug 28, 2022, 2:10 PM IST

Updated : Aug 28, 2022, 3:01 PM IST

বিলকিস বানো (Bilkis Bano) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতায় তোপ দাগল শিব সেনা (Shiv Sena Slams PM Modi)৷ ধর্ষকদের সংবর্ধনা দেওয়াই কি হিন্দু ঐতিহ্য (Hindu culture), এই প্রশ্ন তোলা হয়েছে দলের মুখপত্র সামনায় (Saamana)৷

Is felicitating Bilkis Bano rapists 'Hindu culture'? asks Shiv Sena
ধর্ষকদের সংবর্ধনা দেওয়াই কি হিন্দু ঐতিহ্য, বিলকিস নিয়ে মোদির নীরবতায় তোপ শিব সেনার

মুম্বই, 28 অগস্ট: বিলকিস বানোর (Bilkis Bano) গণধর্ষণে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তির বিষয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন নীরব, সেই প্রশ্ন তুলল শিব সেনা (Shiv Sena Slams PM Modi)৷ দলীয় মুখপত্র সামনায় উদ্ধব ঠাকরের দলের প্রশ্ন, ধর্ষকদের সংবর্ধনা দেওয়াটাই কি হিন্দু ঐতিহ্য (Hindu culture)?

সামনার (Saamana) রোখঠোক কলমে 'কড়কনাথ মুম্বইকর' বাইলাইনে লেখা হয়েছে প্রতিবেদনটি ৷ মারাঠি দৈনিক পত্রিকার সম্পাদক সঞ্জয় রাউত বর্তমানে বেআইনি অর্থ পাচার মামলায় জেলবন্দি থাকায় তাঁর পরিবর্তে 'কড়কনাথ মুম্বইকর' বাইলাইনে সম্পাদকীয় প্রকাশ করছে শিব সেনার মুখপত্র ৷ সেই প্রতিবেদনেই এ বার বিলকিস বানো মামলা প্রসঙ্গে তুলোধোনা করা হয়েছে বিজেপিকে ৷ সেখানে লেখা হয়েছে, এনসিপি সভাপতি শরদ পাওয়ার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসাধারণের উদ্দেশে যে প্রচার চালান, নিজে সেটা মেনে চলেন না ৷ বিলকিস বানোর মামলাই প্রমাণ করে দিল যে পাওয়ার একদম ঠিক কথা বলেন ৷ মোদি যেখানে স্বাধীনতা দিবসের বক্তৃতায় মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন, সেখানে কীভাবে দোষীরা ছাড়া পেয়ে যায়, এটা আশ্চর্যের বিষয় ৷ সামনায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একযোগে আক্রমণ করে বলা হয়েছে যে, এই ইস্যুতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন নীরব ? শিব সেনার প্রশ্ন, "ধর্ষকদের সংবর্ধনা দেওয়াই কি হিন্দু সংস্কৃতি ?"

আরও পড়ুন:বিলকিস বানোর 11 ধর্ষকের মুক্তি, গুজরাত ও কেন্দ্র সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

শিব সেনার মুখপত্রে আরও লেখা হয়েছে যে, বিলকিস বানো একজন সংখ্যালঘু, শুধু সেই কারণেই তাঁর বিরুদ্ধে অপরাধকে ক্ষমা করে দেওয়া হবে এটা হতে পারে না ৷ প্রতিবেদকের ভাষায়, "এটা হিন্দু-মুসলিমের সমস্যা না ৷ এটা হিন্দুত্বের আত্মা ও আমাদের ঐতিহ্যের মর্যাদার বিষয় ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাত সফরে গিয়েছিলেন, তখন তাঁর বিলকিস বানোর সঙ্গে দেখা করে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ছিল বলেও দাবি করা হয়েছে শিব সেনার মুখপত্রে ৷

বিলকিস বানোর গণধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 11 জন দোষীকে 15 অগস্ট মুক্তি দিয়েছে গুজরাত সরকার ৷ সরকারের এই নীতি এবং দোষীদের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করা হয়েছে ৷ গুজরাত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন সংগঠনও ৷

Last Updated :Aug 28, 2022, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details