পশ্চিমবঙ্গ

west bengal

India's First Homegrown mRNA Vaccine : ফেব্রুয়ারিতেই ওমিক্রন রুখতে ভারতের প্রথম মেসেঞ্জার এমআরএনএ টিকার ট্রায়াল

By

Published : Jan 17, 2022, 6:11 PM IST

Updated : Jan 17, 2022, 6:21 PM IST

ভারতের প্রথম ‘মেসেঞ্জার এমআরএনএ’ টিকা (India's First Homegrown mRNA Vaccine) তৈরির কাজ শেষ ৷ আগামী ফেব্রুয়ারি মাসেই এই টিকার ট্রায়াল শুরু হয়ে যাবে মানবদেহে ৷ টিকাটি তৈরি করেছে পুনের জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস (Gennova Biopharmaceuticals Ltd) ৷ করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron Variant) জন্যও এমআরএনএ টিকা তৈরি করেছে তারা ৷

india's first homegrown mrna vaccine made by gennova biopharmaceuticals ltd to be tested in february
India's First Homegrown mRNA Vaccine : ফেব্রুয়ারিতেই হবে ভারতের প্রথম মেসেঞ্জার এমআরএনএ টিকার ট্রায়াল

নয়াদিল্লি, 17 জানুয়ারি : আগামী ফেব্রুয়ারি মাসেই ভারতের তৈরি প্রথম ‘মেসেঞ্জার এমআরএনএ’ টিকার (India's First Homegrown mRNA Vaccine) মানবদেহে ট্রায়ালের প্রক্রিয়া শুরু হবে ৷ পুনের সংস্থা জেনোভা বায়োফার্মাসিউটিক্যালসের (Gennova Biopharmaceuticals Ltd) তৈরি এই টিকার দ্বিতীয় দফার তথ্য পেশের প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে ৷ একইসঙ্গে, তৃতীয় দফার তথ্যভাণ্ডার তৈরির জন্য নিয়োগ প্রক্রিয়াও সারা হয়ে গিয়েছে ৷ সংশ্লিষ্ট সূত্রের খবর, ভারতের ওষুধ নিয়ামক সংস্থা (Drugs Controller General of India) ডিসিজিআই (DCGI)-এর বিশেষজ্ঞ কমিটি (Subject Expert Commitee) বা এসইসি (SEC) খুব শীঘ্রই এই তথ্যাবলী খতিয়ে দেখবে ৷

আরও পড়ুন :Covid vaccine is not mandatory: ইচ্ছের বিরুদ্ধে জোর করে কোভিড টিকা নয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সংশ্লিষ্ট আধিকারিক সূত্রের খবর, জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron Variant) টিকাও তৈরি করেছে ৷ এই এমআরএনএ টিকাটিও শীঘ্রই মানবদেহের উপর পরীক্ষা করে দেখা হবে ৷ ট্রায়াল সম্পূর্ণ হলেই টিকার কার্যকারিতা জানা যাবে ৷ এই প্রসঙ্গে সংস্থার তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘‘ভারতের ওষুধ নিয়ামক সংস্থা এইচজিসিও19-এর জন্য প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষাকে অনুমোদন করেছে ৷ গত অগাস্ট মাসে এই টিকা তৈরি করা হয় ৷ এটি ভারতের প্রথম কোভিড প্রতিরোধী মেসেঞ্জার এমআরএনএ টিকা ৷’’

সংস্থার তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘সংশ্লিষ্ট টিকাটির প্রথম দফার অন্তর্বর্তী ক্লিনিক্যাল তথ্যাবলী ইতিমধ্যেই ওষুধের মান নিয়ন্ত্রণকারী কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে ৷ টিকা সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি তা খতিয়ে দেখেছে ৷ এই বিষয়ে কমিটির মতামত হল, এই টিকা নিরাপদ, গ্রহণযোগ্য এবং রোগ প্রতিরোধে সক্ষম ৷ পরীক্ষা ও পর্যবেক্ষণে ইতিমধ্যেই তা প্রমাণিত হয়েছে ৷’’

আরও পড়ুন :Corona Update in India : দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ল সংক্রমণের হার

এছাড়াও জেনোভা বায়োফার্মাসিউটিক্যালসের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ভারতের 10 থেকে 15টি কেন্দ্রে এবং তৃতীয় দফার জন্য দেশের 22 থেকে 27টি কেন্দ্রে এই টিকার সমীক্ষা চালানো হয়েছে ৷ এই সমীক্ষার জন্য জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ ডিবিটি-আইএমআর ক্লিনিক্যাল ট্রায়াল নেটওয়ার্ক সাইট ব্যবহার করেছে ৷ প্রসঙ্গত, এমআরএনএ টিকাগুলি আদতে নিউক্লিক অ্যাসিড টিকা, যা রোগ সৃষ্টিকারী ভাইরাসের জিনগত উপাদান ব্যবহার করে তৈরি করা হয় এবং দেহে সেই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ৷

Last Updated : Jan 17, 2022, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details