পশ্চিমবঙ্গ

west bengal

SC Over Stray Dogs: "রাস্তার কুকুর কামড়ালে, যাঁরা খাওয়াচ্ছেন চিকিৎসার দায় তাঁদের", নির্দেশ সুপ্রিম কোর্টের

By

Published : Sep 10, 2022, 9:55 AM IST

রাস্তা এদিক ওদিক ঘুরতে থাকা হিংস্র কুকুরের আক্রমণে কেরলে প্রাণ গিয়েছে 8 জনের ৷ এই প্রসঙ্গে মামলা দায়ের হয়েছে সর্বোচ্চ আদালতে ৷ তাতে আদালত জানিয়েছে, কুকুরদের যাঁরা প্রতিদিন খাওয়ান, সেই কুকুরগুলির দায়িত্বও তাঁদের নিতে হবে (SC suggested over stray dogs attack) ৷

ETV Bharat
ETV Bharat

নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: রাস্তার কুকুরদের নিয়মিত খাওয়ালে তাদের দায় যিনি খাওয়াচ্ছেন তাঁর ৷ কুকুরগুলিকে ভ্যাকসিন দেওয়ার দায়িত্ব তাঁদেরই নিতে হবে ৷ এমনকী ওই কুকুর কাউকে কামড়ালে তাঁর চিকিৎসার খরচও সেই ব্যক্তিই বহন করবেন । এমনই জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত (The Supreme Court suggests people to take responsibility of stray dog vaccination) ৷

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি জেকে মাহেশ্বরী (Justices Sanjiv Khanna and J K Maheshwari) কেরালায় একটি মামলার শুনানির সময় এ কথা জানান ৷ বিচারপতি সঞ্জীব খান্না মৌখিক ভাবে জানান, তিনি একজন কুকুরপ্রেমী এবং অনেকে কুকুর ভালোবাসেন ৷ তাঁর পরামর্শ, যাঁরা রাস্তার কুকুরদের খাওয়ান তাঁদের সেই কুকুরদের সংখ্যা মনে রাখা উচিত ৷ কুকুরগুলির গায়ে চিহ্ন এঁকে দেওয়া উচিত (marking on the dog they feed) ৷ তিনি বলেন, "সেই কুকুরদের ভ্যাকসিন দেওয়া এবং কাউকে আক্রমণ করলে তার খরচের দায় বর্তাবে সেই ব্যক্তির উপর ৷"

আরও পড়ুন: "সর্বোচ্চ আদালতকে 'তারিখ পে তারিখ' হতে দেব না", হুঁশিয়ারি বিচারপতি চন্দ্রচূড়ের

সর্বোচ্চ আদালতের বেঞ্চ রাস্তার কুকুরদের নিয়ে আতঙ্কের (stray dogs' menace) উপর জোর দিয়ে জানায়, দু'ধরনের মানুষের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে ৷ এক, যাঁরা রাস্তার কুকুরদের খাওয়াচ্ছেন এবং আরেকদল, সেই সব নিরপরাধ মানুষ, যাঁদের উপর কুকুরগুলি হামলা করছে ৷ আদালতের পর্যবেক্ষণ, কুকুরেরা খাবারের অভাবে অথবা কোনও সংক্রমণের কারণে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে । এটা মেনে নেওয়া জরুরি ৷ ব়্যাবিস আক্রান্ত কুকুরগুলিকে কোনও সেবা কেন্দ্রে রেখে দিয়ে আসা উচিত ৷

আইনজীবী ভিকে বিজু আদালতে জানান, রাস্তাঘাটে হিংস্র কুকুরের আক্রমণে অগস্ট থেকে 8 জন ব্যক্তির মৃত্যু হয়েছে ৷ এমনকী মহিলা, শিশুরাও এই আক্রমণের শিকার ৷ তিনি জানান কুকুরের কামড়ে 12 বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে ৷

কেরালা সরকারের কৌঁসুলী জানান, 2015 সালে কেরালা হাইকোর্ট একটি রায়ে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসনের আইন অনুযায়ী রাস্তার কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে ৷ কুকুরদের আক্রমণের বিরুদ্ধে নালিশের তদন্ত করতে 2016 সালে শ্রী জগন কমিশন গঠন করে সুপ্রিম কোর্ট ৷ আদালত কমিশনকে রিপোর্ট পেশ করতে বলে ৷ সওয়াল-জবাব শোনার পর আদালত 28 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ৷ এতে পশুপ্রেমী এবং পশুর অধিকার রক্ষা সংগঠনগুলিকে তাদের বক্তব্য জানানোর কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন: আগামী 12 সেপ্টেম্বর নাগরিকত্ব আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি

ABOUT THE AUTHOR

...view details