পশ্চিমবঙ্গ

west bengal

MCC : এমসিসির আজীবন সদস্য হলেন শ্রীনাথ, হরভজন

By

Published : Oct 19, 2021, 7:32 PM IST

Updated : Oct 19, 2021, 7:42 PM IST

MCC
এমসিসির আজীবন সদস্য হলেন হরভজন, শ্রীনাথ

প্রতি বছরই বিশ্বের কিছু নামী খেলোয়াড়কে এই সদস্যপদ দেয় এমসিসি ৷ চলতি বছরে মোট 18 জন ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দেওয়ার কথা ঘোষণা করেছে তারা ৷

লন্ডন, 19 অক্টোবর : চলতি বছরে মোট 18 জন ক্রিকেটারকে আজীবন সদস্যপদ দেওয়ার কথা ঘোষণা করেছে এমসিসি ( মেরিলিবোন ক্রিকেট ক্লাব ) ৷ সেই তালিকায় রয়েছেন হরভজন সিং, জাভাগল শ্রীনাথও ৷ প্রতি বছরই বিশ্বের কিছু নামী খেলোয়াড়কে এই সদস্যপদ দেয় এমসিসি ৷

আরও পড়ুন : Hardik Pandya : "হার্দিকের বোলিং না করাটা টিম ইন্ডিয়ার ট্রফি জয়ে বাধা হবে না"

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় এমসিসি'র তরফে লেখা হয়েছে, "এমসিসি বিশ্বের সেরা ক্রিকেটারদের ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করে। বিশেষাধিকার প্রাপ্ত এই পুরুষ ও মহিলাদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত ৷" হরভজন, শ্রীনাথ ছাড়াও এই তালিকায় জায়গা পেয়েছেন হাসিম আমলা, ইয়ান বেল, ইয়ান বিশপ, আলেকজান্দ্রা ব্ল্যাকওয়েল, শিবনারায়ণ চন্দ্রপল, অ্যালেস্টার কুক, গ্র্যান্ট ফ্লাওয়ার, হার্শেল গিবস, রঙ্গনা হেরাথ, জ্যাক কালিস, ড্যামি মার্টিনের মতো তারকারাও ৷

আরও পড়ুন : Virat-Shikhar: শিখরকে নকল বিরাটের, মিস করছেন তাঁর রসিকতা

ভারতীয় জুটি সম্পর্কে এমসিসি জানিয়েছে, "ভারতীয় জুটি হরভজন সিং এবং জাভাগাল শ্রীনাথ দুজনেই চমৎকার আন্তর্জাতিক ক্যারিয়ার উপভোগ করেছেন । হরভজন টেস্টে ভারতের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ৷ শ্রীনাথ দেশের অন্যতম সেরা ওয়ানডে খেলোয়াড় ৷" পাঁচদিনের ক্রিকেটে হরভজনের মোট উইকেট 417 টি ৷ অন্য়দিকে 315 টি ওয়ানডে এবং 236 টি টেস্ট উইকেটের মালিক শ্রীনাথ ৷ ভারতীয় পেসার হিসেবে অবসর নেওয়ার পর তিনি আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব সামলাচ্ছেন ৷ সম্প্রতি হরভজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন ।

Last Updated :Oct 19, 2021, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details