পশ্চিমবঙ্গ

west bengal

Four Children Drowned in river: বিহারের সোন নদীতে জলে ডুবে মৃত্যু চার শিশুর

By

Published : Mar 15, 2023, 10:27 PM IST

Four Children Drowned in Sone river

এক মর্মান্তিক ঘটনায় বুধবার সকালে বিহারের সোন নদীতে ডুবে একই পাড়ার চার শিশুর মৃত্যু হয়েছে (Four Children Drowned in Sone river)। গ্রামবাসীদের অভিযোগ, অবৈধ বালি উত্তোলনের ফলে শিশুদের মৃত্যু হয়েছে ।

আড়াহা (বিহার), 15 মার্চ:বিহারের ভোজপুর জেলার সোন নদীতে বুধবার সকালে ডুবে গেল চার শিশু । 8 থেকে 12 বছরের মধ্যে বয়স শিশুগুলির (four children drowned in Sone river) ৷ নদী থেকে বালি উত্তোলনের জায়গায় তারা স্থান করতে গিয়েছিল । নিহত শিশুরা ভোজপুর জেলার আজাইমবাবাদ থানার অন্তর্গত নুরপুর গ্রামের বাসিন্দা ।

গ্রামবাসীদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে শিশুগুলির মৃত্যু হয়েছে । বালি উত্তোলনের ফলে শিশুরা জলভরতি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল বলে গ্রামবাসীরা জানিয়েছেন । নিহতের পরিবারের অভিযোগ, মাফিয়ারা ট্রাকে বোঝাই করার জন্য নদীর তলদেশ থেকে বালি তোলার জন্য একটি অস্থায়ী সেতু নির্মাণ করেছে । নদীর ঘাট খননের ফলে বড় আকারের গর্ত তৈরি হয়েছে ৷ যার জেরে এই মর্মান্তিক ঘটনা বলে দাবি মৃতের পরিবারের । চার শিশু ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় পিছলে একটি গর্তে পড়ে যায় ৷ যার ফলে তাদের মৃত্যু হয় ।

মৃত শিশুরা হল অমিত কুমার (12), রোহিত কুমার (8), শুভম কুমার (10) এবং 9 বছর বয়সি রোহিত কুমার । পুলিশ জানায়, ডুবে যাওয়া শিশুদের মধ্যে দু'জন ভাই এবং বাকি দু'জন প্রতিবেশী । ঘটনাটিতে গ্রামে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় প্রশাসন । স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আড়াহা সদর হাসপাতালে পাঠায় ।

এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় অবৈধ বালি উত্তোলন কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ৷ যা বেশ কিছু বছর ধরে গ্রামবাসীদের ঘুম উড়িয়েছে । গ্রামবাসীরা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে ৷ তারা অভিযোগ করেছে, এর ফলে নদীর তলদেশ হ্রাস পেয়েছে এবং পরিবেশের ক্ষতি হচ্ছে । এদিনের ঘটনার পর ফের অবৈধ বালি উত্তোলনের বিষয়টিকে সামনে এসেছে ৷ অবৈধ বালি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে ।

আরও পড়ুন:বিহারের পথ দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details