Pilgrims Killed in Road Accident: বিহারের পথ দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু

author img

By

Published : Mar 13, 2023, 7:10 PM IST

Pilgrims Killed

সোমবার বিহারের মধ্যপুরায় দুর্ঘটনায় পাঁচ তীর্থযাত্রীর মারা গিয়েছেন (Pilgrims Killed in Road Accident) ৷ মৃতরা সহরসা জেলার বাসিন্দা ৷ ভাগলপুর জেলার মহাদেবপুর ঘাটে গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন তাঁরা ।

মধ্যপুরা (বিহার), 13 মার্চ: বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ এই ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে । ঘটনাস্থলে প্রাণ হারান চারজন ৷ পরে একজনের মৃত্যু হয় ৷ ঘটনাটি ঘটেছে বিহারের মধ্যপুরা জেলায় (Bihar's Madhepura district) চৌসা থানার অন্তর্গত কালাসান-চৌসা রাজ্য সড়ক 58-এর ঘোষাই গোঠ গ্রামের কাছে ৷ এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন । আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে (Five People Killed in Road Accident) ।

জানা গিয়েছে, একটি অটোতে করে গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা ৷ সেসময় একটি গাড়ি সামনে থেকে এসে ধাক্কা মারে । এই সংঘর্ষের জেরে অটোতে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান । দুর্ঘটনায় একজন আহত হন ৷ পরে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁরও মৃত্যু হয়েছে । স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চৌসা কমিউনিটি হেলথ সেন্টারে (Chausa Community Health Center ) নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন প্রাণ হারান । এখন পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজন এবং গুরুতর আহত অন্য চারজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয়েছে । এ ঘটনায় আহতদের পরিবারকে খবর দেওযা হয়েছে ।

দুর্ঘটনায় নিহতরা সকলে সহরসা জেলার (Saharsa district) দুর্গাপুর ভাদ্দি গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে । তীর্থযাত্রীরা ভাগলপুর জেলার মহাদেবপুর ঘাটে গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন । এরই মধ্যে তাঁরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন । একই সঙ্গে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে । নিহতদের সকলের দেহ ময়নাতদন্তের জন্য মধ্যপুরা সদর হাসপাতালে (Sadar Hospital in Madhepura) পাঠানো হয়েছে । তারপরেই পরিবারের হাতে তুলে দেওযা হবে ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ ঘাতক গাড়িটি পলাতক ৷

আরও পড়ুন: মহিলাকে খুনের পর দেহ টুকরো করল কাঠমিস্ত্রি, বদগাঁওয়ের ঘটনায় শিউরে উঠছে দেশ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.