পশ্চিমবঙ্গ

west bengal

CAPF Constable Exam in Regional Languages: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কনস্টেবল নিয়োগের পরীক্ষা হবে বাংলা-সহ 13 ভাষায়

By

Published : Apr 15, 2023, 2:23 PM IST

Updated : Apr 15, 2023, 2:29 PM IST

হিন্দি ও ইংরেজি ছাড়াও 13টি আঞ্চলিক ভাষায় সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এর কনস্টেবল নিয়োগের পরীক্ষা নেওয়া হবে ৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে ৷

CAPF Constable Exam in Regional Languages ETV BHARAT
CAPF Constable Exam in Regional Languages

নয়াদিল্লি, 15 এপ্রিল: যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এর ফলে এখন থেকে হিন্দি ও ইংরেজি ছাড়াও 13টি আঞ্চলিক ভাষায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কনস্টেবল নিয়োগের পরীক্ষা দেওয়া যাবে ৷ কেন্দ্রের তরফে এই অনুমোদন দেওয়া হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে ৷ মূলত, প্রতিটি রাজ্যের যুবসমাজকে আধাসেনায় যোগ দেওয়ার সুযোগ করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷

উল্লেখ্য, সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস এর অধীনে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স (সিআরপিএফ), বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), ইন্দো-তিবেতিয়ান বর্ডার ফোর্স (আইটিবিপি), সশস্ত্র সীমা বল (এসএসবি) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) ৷ এই সবক্ষেত্রে ভারতের প্রত্যন্ত এলাকা থেকে যুবকরা যাতে আর্মড ফোর্সে যোগ দিতে পারেন, সেই সুযোগই করে দেওয়া হল কেন্দ্রের তরফে ৷

ইংরেজি ও হিন্দির বাইরে যে 13টি আঞ্চলিক ভাষাকে অনুমোদন দেওয়া হয়েছে, তা হল অসমীয়া, বাংলা, গুজরাতি, মারাঠি, মালায়লম, কন্নড়, তামিল, তেলেগু, উড়িয়া, ঊর্দূ, পঞ্জাবি, মণিপুরী এবং কঙ্কনি ৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্তালিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছিলেন ৷ সেখানে তিনি আবেদন করেছিলেন, যাতে সিআরপিএফ-এ নিয়োগের ক্ষেত্রে নেওয়া প্রবেশিকা পরীক্ষায় তামিল ভাষাকে যোগ করা হোক ৷ যাতে প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েরাও আধাসেনায় যোগ দিতে পারেন ৷

আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনীতে আত্মহত্যার প্রবণতা ঠেকাতে টাস্কফোর্স গঠন কেন্দ্রের

তাঁর সেই চিঠির পরেই স্বরাষ্ট্রমন্ত্রক এ নিয়ে আলোচনায় বসে ৷ বেশ কিছু বিষয়কে সুনিশ্চিত করার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইংরেজি ও হিন্দির বাইরে ভারতের মোট 13টি আঞ্চলিক ভাষায় আধাসেনার লিখিত পরীক্ষা দেওয়া যাবে ৷ উল্লেখ্য, সম্প্রতি সিএপিএফ-এর নিয়োগের জন্য প্রবেশিকা পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক ৷ সেখানে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য ইংরেজি এবং হিন্দি ভাষাকে মান্যতা দেওয়া হয় ৷ তারপরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অমিত শাহকে চিঠি লেখেন ৷

Last Updated : Apr 15, 2023, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details