পশ্চিমবঙ্গ

west bengal

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন ! পর্যালোচনা বৈঠক করলেন শীর্ষ আধিকারিকরা

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 4:21 PM IST

ECI reviewed preparedness for next year general elections: আগামী বছরের শুরুতেই ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট ৷ আর সেই সূত্রেই কমিশনের ফুল বেঞ্চ প্রস্তুতি বৈঠক খতিয়ে দেখতে বৈঠকে বসে ৷ আর সেখানেই উঠে আসে লোকসভা ভোটের প্রসঙ্গও ৷ কমিশন সূত্রে খবর, বিধানসভার পাশাপাশি লোকসভা ভোটের হালহকিকতও জানতে চায় কমিশন ৷

Etv Bharat
Etv Bharat

বিজয়ওয়াড়া, 24 ডিসেম্বর: লোকসভা নির্বাচনের প্রস্তুতি কার্যত শুরু করে দিল নির্বাচন কমিশন ৷ শনিবার নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকদের একটি দল আগামী বছরের লোকসভা ভোটের প্রস্তুতি পর্যালোচনা বৈঠক করেছে ৷ একই সঙ্গে, নির্বাচন পরিচালনার সময় ভোটার তালিকাগুলি সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত এবং তাতে স্বচ্ছতা বজায় রাখার জন্য কমিশনের বিভিন্ন পদাধিকারিকদের সুস্পষ্ট নির্দেশও দেওয়া হয়েছে কমিশনের তরফে ৷ আর কমিশনের এই পদক্ষেপেই স্পষ্ট আগামী বছরের সাধারণ নির্বোচনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা ৷

আগামী বছরের শুরুতেই ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট ৷ আর সেই সূত্রেই কমিশনের ফুল বেঞ্চ প্রস্তুতি বৈঠক খতিয়ে দেখতে বৈঠকে বসে ৷ আর সেখানেই উঠে আসে লোকসভা ভোটের প্রসঙ্গও ৷ কমিশন সূত্রে খবর, বিধানসভার পাশাপাশি লোকসভা ভোটের হালহকিকতও জানতে চায় কমিশন ৷ সেই সঙ্গে, লোকসভা ভোটে কোনও ত্রুটি বিচ্যুতি যে কমিশন চায় না, তাও বৈঠকে থেকে স্পষ্ট করে দিয়েছে কমিশন ৷ উপনির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা এবং নীতীশ কুমার ব্যাসের নেতৃত্বে কমিশনের দল শনিবার শেষ হওয়া দুই দিনের পর্যালোচনা বৈঠকে নান্দিয়ালা, অনন্তপুর, শ্রী সত্যসাই, এনটিআর, আন্নামাইয়া, চিত্তুর এবং তিরুপতি জেলার আধিকারিকদের নির্দেশ জারি করেছে।

নির্বাচন কমিশনের আধিকারিকরা জেলা আধিকারিকদের ত্রুটি বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন পরিচালনা করতে প্রস্তুত থাকতে বলেছেন ৷ একই সঙ্গে, স্বচ্ছতা বজায় রাখার উপরও জোর দেওয়া হয়েছে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে দেখা করলেন ভোট কুশলি প্রশান্ত কিশোর ৷ চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠকের বিষয় অবশ্য এড়িয়ে গিয়েছেন প্রশান্ত কিশোর ৷ তিনি বলেন, "এটি কেবল একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তিনি (চন্দ্রবাবু নাইডু) একজন সিনিয়র নেতা এবং তিনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ৷" (পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details