পশ্চিমবঙ্গ

west bengal

Monkeypox in Delhi: কেরালার পর মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ দিল্লিতে; আতঙ্কিত হবেন না, টুইট কেজরির

By

Published : Jul 24, 2022, 1:02 PM IST

Updated : Jul 24, 2022, 6:32 PM IST

বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই, তা সত্ত্বেও দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন এক ব্যক্তি (Delhi man with no travel history tests positive for Monkeypox) ৷ তাঁর বয়স 34 বছর ৷ বর্তমানে তিনি দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (Monkeypox cases in India) ৷

Delhi man with no travel history tests positive for monkeypox
Monkeypox

নয়াদিল্লি, 24 জুলাই: কেরালার পর এ বার দিল্লি ৷ দেশে চতুর্থ মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ মিলল রবিবার ৷ দিল্লিতে 34 বছর বয়সি এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ৷

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই ৷ তিনি সম্প্রতি হিমাচল প্রদেশের মানালিতে কেবলমাত্র পুরুষদের জন্য আয়োজিত একটি পার্টিতে যোগ দিয়েছিলেন ৷ তারপর তিন দিন আগে জ্বর ও শরীরে ব়্যাশ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন (Delhi man with no travel history tests positive for Monkeypox) ৷

শনিবার তাঁর নমুনা পরীক্ষার জন্য পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে (এনআইভি) পাঠানো হয় ৷ এরপরই জানা যায় তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ৷ বর্তমানে তিনি দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন(Monkeypox in Delhi) ৷

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার টুইট করে ভয় পাওয়ার কিছু নেই বলে দিল্লিবাসীকে আশস্ত করেছেন ৷ তিনি লেখেন, "আতঙ্কিত হওয়ার কিছু নেই ৷ আক্রান্ত ব্যক্তি এখন ঠিক আছেন এবং সুস্থতার পথে ৷ পরিস্থিতি এখনও হাতের মধ্যে আছে ৷ আমরা মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের জন্য লোক নায়ক জয় প্রকাশ হাসপাতালে (এলএনজেপি) একটি পৃথক ওয়ার্ড করেছি । রোগটি যাতে ছড়িয়ে না পড়ে ও দিল্লিবাসীদের রক্ষা করতে আমাদের সেরা দল পরিস্থিতির দিকে নজর রাখছে ৷"

এর আগে কেরালায় তিনজন মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল ৷ শনিবার মাঙ্কিপক্সকে 'বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা' বলে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organization) ৷ এখনও পর্যন্ত 75টি দেশে 16 হাজারেরও বেশি সংখ্যক সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ৷ মৃত্যু হয়েছে পাঁচজনের ৷

আরও পড়ুন:কেরলেই খোঁজ মিলল দেশের তৃতীয় মাঙ্কিপক্স আক্রান্তের

মধ্য এবং পশ্চিম আফ্রিকার বিভিন্ন জায়গায় কয়েক দশক ধরে মাঙ্কিপক্সের অস্তিত্ব রয়েছে ৷ তবে চলতি বছর মে মাসের আগে পর্যন্ত বিশাল আকারে তা দেশের বাইরে ছড়িয়ে পড়েনি ৷ বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যত্র মাঙ্কিপক্স মহামারি আকার ধারণ করেছে ৷ এর আগে সাম্প্রতিক অতীতে 2014 ইবোলা এবং 2016 জিকা ভাইরাসের ক্ষেত্রে একইভাবে উদ্বেগ প্রকাশ করেছিল 'হু' ।

মাঙ্কিপক্স গুটিবসন্তের মতোই এক ভাইরাস পরিবারের অন্তর্গত ৷ এ ক্ষেত্রে বেশিরভাগ রোগীই জ্বর, গা হাত পায়ে ব্যথাভাব এবং ক্লান্তি অনুভব করেন ৷ রোগের প্রভাব গুরুতর হলে রোগীর মুখে, হাতে ফুসকুড়ি এবং পরবর্তীক্ষেত্রে ক্ষত সৃষ্টি হতে পারে ৷ প্রায় পাঁচদিন থেকে তিন সপ্তাহ পর্যন্ত কষ্ট পেতে হয় রোগীদের । বেশিরভাগ ক্ষেত্রেই অবশ্য় হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয় না ৷ দুই থেকে চার সপ্তাহের মধ্যেই রোগী সেরে ওঠেন ৷ দশজনের মধ্যে একজনের জন্যই মারাত্মক হতে পারে মাঙ্কিপক্স ৷

আরও পড়ুন: মাঙ্কিপক্স বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা, ঘোষণা হু-এর

Last Updated :Jul 24, 2022, 6:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details