পশ্চিমবঙ্গ

west bengal

CJI D Y Chandrachud: শীর্ষ আদালতে নিয়োগের জন্য সেরা 50 বিচারপতির মূল্যায়ন হয়েছে, মন্তব্য প্রধান বিচারপতির

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 8:03 AM IST

Updated : Sep 16, 2023, 8:54 AM IST

দেশের শীর্ষ আদালত ও হাইকোর্টগুলিতে বিচারপতি নিয়োগ ব্যবস্থার উন্নতি হচ্ছে ৷ একটি বক্তৃতা অনুষ্ঠানে একথাই বললেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ পড়ুন ইটিভি ভারতের প্রতিনিধি সুমিত সাক্সেনার প্রতিবেদন ৷

ETV Bharat
দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়

নয়াদিল্লি, 16 সেপ্টেম্বর: সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টগুলিতে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তাঁদের মান পর্যালোচনা করতে হয় ৷ আর সেটা করতে প্রয়োজনীয় তথ্য রয়েছে সুপ্রিম কোর্টের কাছে ৷ তাই এটা বলা ভুল যে, সুপ্রিম কোর্ট কলেজিয়ামের কাছে নিযুক্ত বিচারপতিদের মূল্যায়ন করার তথ্য নেই ৷ কলেজিয়াম ব্যবস্থার সমালোচনার জবাব এভাবেই দিলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷ পাশাপাশি জানালেন, দেশের সবচেয়ে ভালো 50 জন বিচারপতির মূল্যায়ন করা হয়েছে ৷ আগামিদিনে তাঁদের শীর্ষ আদালতের নিয়োগ করা হতে পারে।

শুক্রবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরও জানান, সুপ্রিম কোর্ট কলেজিয়ামের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার উন্নতি হয়েছে। পরবর্তীকালেও উন্নতির এই প্রক্রিয়া চলবে ৷ তিনি বলেন, "কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছি ৷ এই বিষয়ে কাজ চলছে ৷ আমরা উন্নতি করেছি ৷ 'সেন্টার ফর রিসার্চ অ্যান্ড প্ল্যানিং' নামে আমাদের একটি গবেষণা কেন্দ্রও রয়েছে ৷ এর প্রধান হরিয়ানার জুডিশিয়াল সার্ভিসেসের এক আধিকারিক ৷"

রাম জেঠমালানি স্মারক বক্তৃতায় তিনি আরও বলেন, "আমরা একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছি ৷ সেখানে দেশের সেরা 50 বিচারপতির মূল্যায়ন হয়েছে। পরে তাঁদের দেশের সুপ্রিম কোর্টে নিয়োগ করা হতে পারে ৷ তাঁদের দেওয় রায় এবং রায়ের মান নিয়ে তথ্যও আছে আমাদের কাছে ৷ সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ করে তোলাই আমাদের উদ্দেশ্য ৷"

আরও পড়ুন: কলেজিয়াম প্রস্তাবিত পাঁচজন বিচারপতির নিয়োগ নিয়ে ছাড়পত্র শীঘ্রই, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

এদিন রাম জেঠমালানি স্মারক বক্তৃতা অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ছাড়াও উপস্থিত ছিলেন আইন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারামানি, দেশের প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্র, প্রবীণ আইনজীবী ফালি এস নারিমান, শ্যাম ডিভান এবং জেঠমালানি পরিবারের সদস্যরা ৷

Last Updated :Sep 16, 2023, 8:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details