পশ্চিমবঙ্গ

west bengal

Delhi Liquor Scam Case: দিল্লির আবগারি মামলায় সিবিআইয়ের চার্জশিটে নাম নেই সিসোদিয়ার, কটাক্ষ কেজরির

By

Published : Nov 25, 2022, 6:45 PM IST

cbi-files-charge-sheet-in-delhi-liquor-scam-case-deputy-cm-sisodia-not-named

দিল্লির আবগারি কেলেঙ্কারি (Delhi Liquor Scam Case) মামলায় সিবিআইয়ের চার্জশিটে (CBI filed charge sheet against 7 accused) নাম নেই মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)৷ অরবিন্দ কেজরিওয়াল বললেন, এর থেকেই স্পষ্ট বোঝা যায় যে গোটা মামলাটাই মিথ্যে ৷

নয়াদিল্লি, 25 নভেম্বর: দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি (Delhi Liquor Scam Case) মামলায় চার্জশিট দাখিল করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI filed charge sheet against 7 accused)। চার্জশিটে সাতজন অভিযুক্তের নাম থাকলেও নেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম (Manish Sisodia)৷ এ কথা জানিয়েছেন এক আধিকারিক ৷

দুজন ধৃত ব্যবসায়ীর পাশাপাশি চার্জশিটে একটি সংবাদ চ্যানেলের প্রধান, দিল্লির একজন মদের ডিস্ট্রিবিউটর, হায়দরাবাদের একজন মদ-ব্যবসায়ী এবং আবগারি বিভাগের দুজন কর্মচারীর নামও রয়েছে বলে দাবি করেছেন তিনি ৷ সিবিআইয়ের এফআইআর-এ মণীশ সিসোদিয়ার নাম থাকলেও চার্জশিটে তাঁর নাম নেই ৷

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে মণীশ সিসোদিয়ার "ঘনিষ্ঠ এক সহযোগী" ৷ তাঁর নাম দীনেশ অরোরা ৷ যিনি এই মামলার তদন্তে বড় ভূমিকা নিতে পারেন ৷ সিবিআই দুর্নীতি প্রতিরোধ আইনের 7, 7এ এবং 8 ধারা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ভারতীয় দণ্ডবিধির 120বি ধারার অধীনে 10,000 পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছে । বিশেষ জজ এমকে নাগপাল মামলার শুনানি করছেন । শুক্রবার দুপুর 2টোয় শুরু হওয়া শুনানিতে আদালত জানিয়েছেন, পরবর্তী শুনানি হবে আগামী 30 নভেম্বর । এরপর অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হবে ।

আরও পড়ুন:'কেজরিকে হত্যার ষড়যন্ত্র করেছে বিজেপি', তদন্তের দাবি সিসোদিয়ার

তবে এই গোটা মামলাটিকেই মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সিবিআই চার্জশিট পেশ করার পর তিনি টুইটে লেখেন, সিবিআই চার্জশিটে মণীশের নাম নেই, কারণ এই পুরো মামলাটিই মিথ্যে । তদন্তে কিছুই পাওয়া যায়নি । 8 মাসের তদন্তে 800 কর্মকর্তার কিছুই পাওয়া যায়নি । শিক্ষা বিপ্লবের মাধ্যমে দেশের কোটি কোটি দরিদ্র শিশুকে সুন্দর ভবিষ্যতের আশা দিয়েছেন মণীশ । আমি দুঃখিত, এমন একজন ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর ষড়যন্ত্র করা হয়েছে ।"

এ দিকে, আপ-এর রাজ্য আহ্বায়ক এবং মন্ত্রী গোপাল রাই বলেছেন যে, মদ কেলেঙ্কারিতে সিবিআই যে চার্জশিট দাখিল করেছে তা প্রমাণ করেছে যে, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ বানানো । এর কোনও ভিত্তি ছিল না । রাই বলেন, আদালতে সিবিআই যে চার্জশিটে দাখিল করেছে, তাতে অভিযুক্ত নম্বর ওয়ান মণীশ সিসোদিয়ার নাম নেই । এর থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, মদ কেলেঙ্কারি নিয়ে তাঁর বিরুদ্ধে যত অভিযোগই উঠেছে, সবই বিজেপির নির্দেশে অভিযান চালানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details