পশ্চিমবঙ্গ

west bengal

BJP Protest in Parliament: 'চাকরি চোর তৃণমূল !' সংসদে বিক্ষোভ বাংলার বিজেপি সাংসদদের

By

Published : Mar 16, 2023, 1:31 PM IST

BJP Protest in Parliament against TMC over WB Recruitment Scam
বিজেপির বিক্ষোভ ()

নিয়োগ দুর্নীতি (WB Recruitment Scam) নিয়ে এবার সংসদে বিক্ষোভ দেখালেন বাংলার বিজেপি জনপ্রতিনিধিরা (BJP Protest in Parliament) ৷ বৃহস্পতিবার গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তাঁরা ৷

নয়াদিল্লি, 16 মার্চ: 'চাকরি চোর তৃণমূল'-এর (WB Recruitment Scam) বিরুদ্ধে এবার সংসদে বিক্ষোভ দেখালেন বাংলার বিজেপি সাংসদরা ৷ বৃহস্পতিবার বঙ্গ বিজেপির ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি পোস্ট করা হয় ৷ তাতে বিক্ষোভের একাধিক ছবি রয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, সংসদ চত্বরে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন বাংলার বিজেপি জনপ্রতিনিধিরা (BJP Protest in Parliament) ৷ সেই দলে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মণ্ডল থেকে শুরু করে সৌমিত্র খাঁ, লকেট চট্টোপাধ্য়ায়, দিলীপ ঘোষরা রয়েছেন ৷ তাঁদের হাতে ধরা রয়েছে বাংলা, হিন্দি ও ইংরেজিতে লেখা প্ল্যাকার্ড ৷ কোনও প্ল্য়াকার্ডে দাবি করা হয়েছে, রাজ্যজুড়ে চাকরি চুরির কারবার ফেঁদে বসেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস ! আবার কোথাও 'বাংলার মেয়ে' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে 'বাংলার লজ্জা মমতা' বলে কটাক্ষ করা হয়েছে !

এদিন বঙ্গ বিজেপির টুইটার হ্যান্ডেলে বিক্ষোভের ছবির সঙ্গে একটি ক্যাপশনও রয়েছে ৷ তাতে লেখা হয়েছে, "চাকরি চোর তৃণমূল - শিক্ষা থেকে চাকরি, সর্বস্থানে তৃণমূল নেতাদের পাহাড়প্রমাণ দুর্নীতিতে অতিষ্ঠ রাজ্যবাসী ৷ আজ তারই প্রতিবাদে দিল্লিতে গান্ধি মূর্তির পাদদেশে বিজেপি সাংসদের বিক্ষোভ ৷" ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) আগে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করেছে গেরুয়াশিবির ৷

প্রসঙ্গত, এদিনও সংসদের অধিবেশন শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করে ৷ বিরোধীরা আদানি ইস্যুতে জেপিসি গঠনের দাবিতে এখনও অনড় রয়েছেন ৷ কিন্তু, সরকার পক্ষ তাতে আমল দিতে নারাজ ৷ উলটে কংগ্রেসকে চাপে রাখতে তাদের হাতিয়ার লন্ডনের বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধির ভাষণ ৷ বিজেপির বক্তব্য, বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভারতের পক্ষে অসম্মানজনক এবং অবমাননাকর মন্তব্য করেছেন রাহুল ৷ তার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে ৷ অন্যদিকে, রাহুলের দাবি, তিনি লন্ডনে ভারতবিরোধী কোনও মন্তব্য করেননি ৷

আরও পড়ুন:সংসদে বিরোধীদের কণ্ঠরোধ নিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি অধীরের

এই ডামাডোলের জেরে এদিন দুপুর 2টো পর্যন্ত লোকসভা মুলতুবি করে দেওয়া হয় ৷ অন্যদিকে, আদানি ইস্যুতে জেপিসি গঠনের দাবিতে এদিন রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা ৷ সেই সময় কাপড়ে মুখ বাঁধা ছিল তাঁদের ! পাশাপাশি, একই ইস্যুকে সামনে রেখে সংসদ চত্বরে এককাট্টা হয়ে মানব-শৃঙ্খল তৈরি করেন বিরোধীরা ৷

ABOUT THE AUTHOR

...view details