পশ্চিমবঙ্গ

west bengal

Locket at Lok Sabha: 'নিজেদের ভাবমূর্তি বানাতে মণিপুরকে হাতিয়ার করছে', মমতা-সহ বিরোধীদের তোপ লকেটের

By

Published : Aug 10, 2023, 5:12 PM IST

Updated : Aug 11, 2023, 11:38 AM IST

BJP MP Locket Chatterjee slams TMC: মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাবের বিতর্কে বলতে উঠে লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন লকেট চট্টোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

Locket at Lok Sabha
লোকসভায় লকেট, ছবি সৌজন্য: সংসদ টিভি

নয়াদিল্লি, 10 অগস্ট: মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাবে লোকসভায় যখন একের পর এক বিরোধী সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছেন, তখন শাসকদলের হয়ে ব্যাটন ধরলেন বাংলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় ৷ মণিপুরের প্রসঙ্গ বলতে গিয়ে তিনি টেনে আনলেন পশ্চিমবঙ্গে দুই নারীকে বিবস্ত্র করার ঘটনা ও পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসার কথা ৷ বিরোধী দলগুলির জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে লকেট বললেন, মণিপুর নিয়ে কথা বলছে বিরোধীরা, অথচ তারা নীরব রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড় নিয়ে ৷

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিম প্রধান আসদউদ্দিন ওয়াইসি-সহ বিরোধী দলের বিভিন্ন সাংসদ এ দিন ফের লোকসভায় মণিপুর নিয়ে সরব হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ তাঁদের পালটা জবাব দিতে এ দিন বাংলার সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে আসরে নামায় বিজেপি ৷ এ দিন বক্তব্যের শুরু থেকেই তিনি ছিলেন আক্রমণাত্মক ৷

এ দিন লকেট বলেন, "পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের পরে যারা নারীদের উপর অত্যাচার করেছে তারা গণতন্ত্রের কথা বলে...এই বছরের পঞ্চায়েত নির্বাচনে 59 জন দলীয় কর্মী মারা গিয়েছেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে নারীদের বিরুদ্ধে নৃশংসতা চলছে । তাদের ভাবমূর্তি তৈরি করতে, তারা মণিপুরকে হাতিয়ার করেছে ৷ ওরা প্রশ্ন করছে যে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী কেন নীরব ? বিরোধীরা রাজস্থান, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ের ঘটনায় নীরব আর এখন মণিপুর নিয়ে কথা বলছে...৷"

আরও পড়ুন:'অন্ধ রাজা' মোদি ! মণিপুরে মহিলা-নির্যাতন নিয়ে আক্রমণ অধীরের

লকেটের অভিযোগ, বাংলায় দুর্গাপুজোর বিসর্জন নিয়ে রাজনীতি চলে, সরস্বতী পুজো নিয়ে রাজনীতি চলে ৷ তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মণিপুরে 5 জনের দল পাঠান ৷ আর মালদায় দুই মহিলাকে বিবস্ত্র করে পুলিশের সামনে মারধর করা হয়েছে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ টিম তো দূরস্ত, কোনও পঞ্চায়েত সদস্যকেও তিনি পাঠাননি ৷ তাঁর সো-কলড যে বুদ্ধিজীবীরা আছেন, তাঁরাও মোমবাতি মিছিল করেননি ৷ মৌনব্রত নিয়ে নিয়েছিল ৷"

Last Updated :Aug 11, 2023, 11:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details