ETV Bharat / bharat

Adhir Chowdhury Slams to PM Modi: 'অন্ধ রাজা' মোদি ! মণিপুরে মহিলা-নির্যাতন নিয়ে আক্রমণ অধীরের

author img

By

Published : Aug 10, 2023, 3:20 PM IST

Updated : Aug 10, 2023, 3:58 PM IST

প্রধানমন্ত্রীর সামনেই তাঁকে উদ্দেশ্য করে চরম কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরীর ৷ লোকসভার বিরোধী দলনেতার দাবি, মণিপুরের ঘটনা কোনও ছোট বিষয় নয় ৷ গোটা দেশে তো বটেই, সারা বিশ্বে এখন চর্চার বিষয় মণিপুরের ঘটনা ৷

Etv Bharat
অধীর চৌধুরী

নয়াদিল্লি, 10 অগস্ট: প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই তাঁকে চরম কটাক্ষ করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷ বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাবের উপর ভাষণ দিতে গিয়ে লোকসভায় দাঁড়িয়ে অধীর চৌধুরী বলেন, "আপনি একবার কেন, 100 বার প্রধানমন্ত্রী হন ৷ আমাদের কোনও আপত্তি নেই ৷ আমাদের চিন্তা দেশের মানুষকে নিয়ে ৷ কিন্তু আমরা আশা করেছিলাম আপনি মণিপুর নিয়ে মন কি বাত বলবেন ৷" লোকসভার বিরোধী দলনেতার দাবি, মণিপুরের ঘটনা কোনও ছোট বিষয় নয় ৷ গোটা দেশে তো বটেই, সারা বিশ্বে এখন চর্চার বিষয় মণিপুরের ঘটনা ৷ অধীরের অভিযোগ, কিন্তু এত কিছুর পরও মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর কোনও হস্তক্ষেপ দেখা গেল না ৷ এদিন অধীর বলেন, "ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন সেখানে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল ৷ এখন রাজা অন্ধ, তাই মণিপুরে মহিলাদের উপর নির্যাতন চলছে ৷"

যার তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অধীরের অন্ধ রাজার বক্তব্যের নিন্দা করতেও দেখা যায় অমিত শাহকে ৷ যদিও তারপরও থেমে থাকেননি অধীর চৌধুরী ৷ প্রধানমন্ত্রীর উদ্দেশে ফের তিনি বলেন, "নীরব মোদি কোটি কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়েছিল ৷ কিন্তু প্রধানমন্ত্রী 'নীরব' মোদি হয়ে এখানেই আছেন ৷" এরপরই অধীর চৌধুরীর বক্তব্যের উপর পয়েন্ট অফ অর্ডার আনেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ একই সঙ্গে অধীর চৌধুরীর বিরুদ্ধে রুল জারি করার জন্য অধ্যক্ষের কাছে আবেদনও জানান সংসদীয় মন্ত্রী ৷ এরপরই অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিরোধীরা ।

  • #WATCH | Congress MP Adhir Ranjan Chowdhury says "Jab Dhritrashtra andhe the, tab Droupadi ka vastra haran hua tha, aaj bhi raja andhe baithe hai... Manipur aur Hastinapur mein koi farq nahi hai" pic.twitter.com/OXPAZqP26j

    — ANI (@ANI) August 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিন লোকসভার বিরোধী দলনেতাকে অনাস্থা প্রস্তাবের উপর বক্তব্য রাখতে সময় দেন অধ্যক্ষ ৷ আর অধীর চৌধুরীর বক্তব্য রাখার সময়ই সংসদে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর এরপরই ট্রেজারি বেঞ্চের দিকে লক্ষ্য রেখে একের পর এক তির ছুড়তে থাকেন অধীর চৌধুরী ৷ প্রাথমিকভাবে মণিপুর নিয়ে ইউরোপিয়ান সংসদে নিন্দা প্রস্তাব নিয়ে অধীরের বক্তব্যের বিরোধিতা সরকার পক্ষ থেকে না হলেও, প্রধানমন্ত্রীর 'নীরব মোদি' এবং 'অন্ধ রাজা' প্রসঙ্গে গর্জে ওঠেন সরকার পক্ষের সাংসদ-মন্ত্রীরা ৷ উঠে দাঁড়িয়ে অধীর চৌধুরীর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এরপরই স্পিকারের উদ্দেশে সংসদ রুল বুকের 52 ধারার উল্লেখ করে অধীর চৌধুরীর বক্তব্য থেকে বিতর্কিত অংশ বাদ দেওয়ার আর্জি জানান সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অবশ্য তৎক্ষণাৎ সংসদীয় মন্ত্রীর প্রস্তাব স্বীকার করে প্রধানমন্ত্রীকে নিয়ে করা অধীরের বিতর্কিত মন্তব্য লোকসভার রেকর্ড থেকে বাদ দিয়ে দেন ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায় এড়াতে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে বিল আনছে কেন্দ্র

অন্যদিকে, লোকসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের আগেই কক্ষ ত্যাগ করেছেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা ৷ এখন প্রশ্ন, অনাস্থা প্রস্তাবের উপর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, যেখানে উঠে আসতে পারে মণিপুর প্রসঙ্গও ৷ বিরোধীদের যে দাবি দীর্ঘদিনের ছিল, সেই ভাষণের সময় কি ফের বিরোধী সাংসদরা অধিবেশন কক্ষে ফিরে আসবেন ?

Last Updated : Aug 10, 2023, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.