পশ্চিমবঙ্গ

west bengal

সুপ্রিম কোর্টের স্থগিতাদেশকে স্বাগত জানিয়েও আন্দোলন জারি রাখার বার্তা কৃষকদের

By

Published : Jan 12, 2021, 4:50 PM IST

সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন কৃষক নেতা রাকেশ টিকাইত৷ তিনি জানিয়েছেন, এই নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করবেন৷ তবে তাঁদের অবস্থান আন্দোলন চলতেই থাকবে যতদিন না এই আইন প্রত্য়াহার করে নেওয়া হচ্ছে৷

Rakesh Tikait welcomes SC order, but says farmer protests will continue
সুপ্রিম কোর্টে স্থগিতাদেশকে স্বাগত জানিয়েও আন্দোলন জারি রাখার বার্তা কৃষকদের

দিল্লি, 12 জানুয়ারি :কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা তিনটি কৃষি আইনের উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার ওই স্থগিতাদেশ দিয়ে আদালত একটি কমিটি গঠনের কথা বলেছে৷ যে কমিটি ওই আইন খতিয়ে দেখবে ৷ শীর্ষ আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন কৃষক নেতারা৷ তবে তাঁদের সাফ কথা, এখনই তাঁরা আন্দোলন তুলবেন না৷ এই আন্দোলন ততদিন ধরে চলবে, যতদিন না নতুন তিনটি কৃষি আইনকে প্রত্যাহার করা হচ্ছে ৷ ভারতীয় কিষান ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত জানান যে তাঁদের প্রতিবাদ চলবে৷ তাঁরা এই তিন আইন প্রত্যাহার করার দাবি জানাচ্ছেন ৷ আর ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইন তৈরি করা হোক, এই দাবিও রয়েছে তাঁদের৷

তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করবেন৷ পাশাপাশি আগামী 15 জানুয়ারি সরকার নির্ধারিত বৈঠকেও অংশগ্রহণ করবেন৷ তবে আগামী 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর ব়্যালি বাতিল করার কোনও পরিকল্পনা নেই বলেও তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন৷ এই ব়্যালি বাতিল করার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হয়েছিল দিল্লি৷ সেই প্রেক্ষিতে এদিন একটি নোটিসও জারি করেছে দেশের শীর্ষ আদালত৷

আরও পড়ুন :কৃষি আইন প্রত্য়াহারের দাবি কৃষকদের : রাহুল

এদিন কৃষি আইনের উপর স্থগিতাদেশ দেওয়ার পর সুপ্রিম কোর্ট যে কমিটি গঠন করেছে, তাতে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাটি, ড. প্রমোদ কুমার জোশি, অনিল ধানওয়াত ও বি এস মান৷ সুপ্রিমকোর্ট গতকাল, সোমবার প্রথমবার এই মামলার শুনানি করে৷ তারপর মঙ্গলবার দ্বিতীয় শুনানিতেই এই নির্দেশ দিয়েছে ৷ কৃষকরা এই আইন বাতিলের দাবিতে প্রায় দেড় মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন ৷ যদিও এই আইন সংসদে পাস হয় গত সেপ্টেম্বর মাসে৷

ABOUT THE AUTHOR

...view details