পশ্চিমবঙ্গ

west bengal

16 মাসের শিশুকন্য়ার নাক দিয়েই বের হল মস্তিষ্কের টিউমার

By

Published : Jan 23, 2021, 7:15 PM IST

ন্য়াজাল এন্ডোস্কোপিক সার্জারিতে বড় সাফল্য় পেলেন চণ্ডীগড়ের পোস্ট গ্র্য়াজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের (পিজিআইএমইআর) চিকিৎসকরা৷ মাত্র 16 মাসের শিশুকন্য়ার মস্তিষ্ক থেকে বড় আকারের একটি টিউমার শিশুটির নাক দিয়েই বের করে আনলেন তাঁরা৷ মনে করা হচ্ছে, এত কম বয়সী কোনও রোগীর শরীরে এই ধরনের সফল অস্ত্রোপচার পৃথিবীতে এটাই প্রথম৷

PGIMER doctors remove brain tumour through toddler's nose
16 মাসের শিশুকন্য়ার নাক দিয়েই বের হল মস্তিষ্কের টিউমার

চণ্ডীগড়, 23 জানুয়ারি: ন্য়াজাল এন্ডোস্কোপিক সার্জারিতে বড় সাফল্য় পেলেন চণ্ডীগড়ের পোস্ট গ্র্য়াজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের (পিজিআইএমইআর) চিকিৎসকরা৷ মাত্র 16 মাসের শিশুকন্য়ার মস্তিষ্ক থেকে বড় আকারের একটি টিউমার শিশুটির নাক দিয়েই বের করে আনলেন তাঁরা৷ মনে করা হচ্ছে, এত কম বয়সী কোনও রোগীর শরীরে এই ধরনের সফল অস্ত্রোপচার পৃথিবীতে এটাই প্রথম৷

16 মাসের ওই শিশুকন্য়া আদতে উত্তরাখণ্ডের বাসিন্দা৷ কয়েক মাস আগেও কোনও শারীরিক সমস্য়া ছিল না তার৷ আর পাঁচটা বাচ্চার মতোই খেলাধুলো করত সে৷ শিশুটির পরিবার জানিয়েছে, ছন্দপতন হয় কয়েক মাস আগেই৷ হঠাৎই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে সে৷ পরে এমআরআই করা হলে শিশুটির মস্তিষ্কে টিউমার আবিষ্কার করেন চিকিৎসকরা৷ তাকে সুস্থ করতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা৷ স্নায়ু শল্য়চিকিৎসা বিভাগের চিকিৎসক ধন্দপানি এস এস ও সুশান্ত এবং ইএনটি বিভাগের রিজুনিতা শিশুটির অস্ত্রোপচার করেন৷ তার মস্তিষ্ক থেকে টিউমার বের করতে 6 ঘণ্টা সময় লাগে৷

চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর বয়স যদি 6 বছরের বেশি হয়, তাহলে সাধারণ অস্ত্রোপচারের মাধ্য়মেই মস্তিষ্ক থেকে এই ধরনের টিউমার বের করা হয়৷ তবে সেক্ষেত্রে মাথার খুলি কাটা আবশ্য়ক৷ তাতে শিশুটির মস্তিষ্কে চিরস্থায়ী কোনও প্রভাব থেকে যেতে পারে৷ সেই প্রক্রিয়া এড়াতেই শিশুটির নাক দিয়ে টিউমার বের করে আনার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা৷ তবে তাতে ঝুঁকিও ছিল বিস্তর৷ শিশুটির প্রাণ নিয়ে যাতে টানাটানি না হয়, তা নিশ্চিত করতে সিটি অ্য়াঞ্জিওগ্রাফি নেভিগেশনের সাহায্য় নেন চিকিৎসকরা৷ সেই অনুসারেই এন্ডোক্সোপির পরিকল্পনা করা হয়৷ প্রসঙ্গত, এর আগে 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্য়ানফোর্ডে 2 বছরের একটি শিশুর নাক দিয়ে ঠিক একইভাবে মস্তিষ্কের টিউমার বের করে আনা হয়েছিল৷

ABOUT THE AUTHOR

...view details