পশ্চিমবঙ্গ

west bengal

মেলেনি SUV পণ, গুলি করে বারান্দা থেকে ছুড়ে ফেলা হল যুবতির দেহ

By

Published : Dec 29, 2019, 10:50 AM IST

Updated : Dec 29, 2019, 11:12 AM IST

বিয়েতে একটা SUV-র 'আবদার' ছিল ৷ কিন্তু সেই পণের 'আবদার' মেটাতে পারেনি কনের পরিবার ৷ সেই ক্ষোভ থেকেই সোজা মাথায় গুলি করে খুন স্ত্রীকে ৷ পরে খুনটি আত্মহত্যা সাজানোর চেষ্টা ৷ অবশেষে তদন্তের ভিত্তিতে স্বামী ও আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ

মেলেনি SUV পণ, গুলি করে বারান্দা থেকে ছুড়ে ফেলা হল যুবতির দেহ
মেলেনি SUV পণ, গুলি করে বারান্দা থেকে ছুড়ে ফেলা হল যুবতির দেহ

দিল্লি, 29 ডিসেম্বর : পণ না পেয়ে স্ত্রীকে গুলি করে খুন ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ পশ্চিম দিল্লির কাপাশেরা এলাকায় ৷ 25 ডিসেম্বর (বুধবার) ভোরে প্রথমে গুলি করে পরে অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তল থেকে ফেলে দেওয়া হয় দিব্যাকে ৷ তদন্তের ভিত্তিতে পুলিশে দিব্যার স্বামী রোহিতকে গ্রেপ্তার করে ৷

দিব্যার (25) সঙ্গে রোহিতের বিয়ে হয় 2015 সালে ৷ বিয়েতে রোহিতের পরিবার একটি SUV-র দাবি করেছিল কনের বাড়ির কাছে ৷ কিন্তু দিব্যার বাড়ির থেকে তখন সেই শখ মেটানো সম্ভব হয়নি ৷ এরপর থেকে মাঝে মধ্যেই শ্বশুরবাড়িতে কথা শুনতে হত দিব্যাকে ৷ অত্যাচারও চলত ৷ বড়দিনের আগের রাতে ফের অশান্তি চরমে পৌছায় ৷ রোহিতের লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের গুলি সোজা গিয়ে লাগে দিব্যার মাথায় ৷ মৃত্যু নিশ্চিত জানার পরে 25 ডিসেম্বরের ভোর 5.40 নাগাদ দোতলার ব্যালকনি থেকে ছুড়ে ফেলে দেওয়া হয় দিব্যার দেহ ৷

আরও পড়ুন : গেস্ট হাউজ়ে নিয়ে গিয়ে যুবতির শ্লীলতাহানি অভিযোগ, গ্রেপ্তার বন্ধু

পুলিশের কাছে খবর যায়, সামালখা ভিলেজ আবাসনের দোতলা থেকে ঝাঁপ দিয়েছেন এক যুবতি ৷ এক পুলিশ আধিকারিক জানান, দিব্যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ দোতলা থেকে ফেলে দেওয়ার কারণে তাঁর মাথায় বেশ কয়েক জায়গায় ফেটে গেছিল ৷ প্রাথমিকভাবে পুলিশ অনুমান ছিল, আত্মহত্যার চেষ্টা করেছিল সে ৷ কিন্তু পরে দেহ ময়নাতদন্তের পরে জানা যায় দিব্যাকে প্রথমে মাথায় গুলি করে তারপর ফেলে দেওয়া হয়েছিল দোতলার ঘর থেকে ৷

এরপরেই ঘটনায় জড়িত সন্দেহে রোহিত ও তার পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির 498(A) নম্বর ধারা (গার্হস্থ্য হিংসা), 304 নম্বর ধারা (পণের জন্য মৃত্যু) ও 34 নম্বর ধারায় (একই উদ্দেশ্য নিয়ে অপরাধমূলক কাজ) মামলা রজু করেছে পুলিশ ৷

Last Updated : Dec 29, 2019, 11:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details