পশ্চিমবঙ্গ

west bengal

বছর ঘুরে ভারতীয় অর্থনীতির হাল-হকিকৎ

By

Published : Dec 30, 2019, 6:54 PM IST

Updated : Dec 31, 2019, 12:17 PM IST

GDP হারের পরিমাণ এবছরের অর্থনীতির আলোচ্য বিষয় । পাশাপাশি চাপের মুখে অটো মোবাইল সেক্টরও । বিশেষজ্ঞদের একাংশ বলছে অর্থনীতির বেহাল দশা । ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ভারত। বছরজুড়ে দেশের অর্থনীতির নানা দিক একনজরে।

indian economy
ছবি

দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী থেকে শুরু করে রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নরের মেয়াদ শেষের আগে ইস্তফা । কখনও PMC-র কারচুপি কখনও ভূষণ স্টিলের ৩৮০০ কোটি টাকার জালিয়াতি । তার উপর বড় ধাক্কা GDP-র নিম্নমুখী হার । পরিস্থিতির সামালে দিতে কী কী পদক্ষেপ করল সরকার । একনজরে দেখে নেওয়া যাক এবছরের অর্থনীতির হাল-হকিকৎ ।

  • GDP । এবছরের অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কা । কমতে থাকে GDP-র হার । ২০১৮-১৯ অর্থবর্ষে জানুয়ারি মার্চে GDP-র পরিমাণ কমে ৫.৮ শতাংশ । ২০১৭-১৮ অর্থবর্ষে পরিমাণ ছিল ৮.১ শতাংশ । চলতি অর্থবর্ষে এপ্রিল-জুনে ৫ শতাংশ এরপর সেপ্টেম্বরে ৪.৫ শতাংশ হয় ।
    GDP-র পরিসংখ্যান
  • চাপের মুখে অটো মোবাইল, ব্যাঙ্কিং ও রিয়েল এস্টেট সেক্টর । সর্বাধিক চাপে পড়েছে অটো মোবাইল সেক্টরে । সোসাইটি অফ ইন্ডিয়ান অটো মোবাইল ম্যানুফ্যাকচারসের পরিসংখ্যান অনুযায়ী এবছর দেশের অভ্যন্তরেই বিক্রির পরিমাণ কমতে শুরু করে । এর মধ্যে বিক্রি অগাস্ট ও সেপ্টেম্বরে যথাক্রমে ২৩.৫৫ ও ২২.৪১ শতাংশ কমে । একারণে কর্মী ছাঁটাই শুরু হয় । নড়বড়ে পরিস্থতি ব্যাঙ্ক ও রিয়েল এস্টেট সেক্টরেও ।
    ধুঁকছে অটোমোবাইল
  • লোকসভা নির্বাচনের জন্য এবছর দুটি বাজেট পেশ হয় । ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেট ও জুলাইতে কেন্দ্রীয় বাজেট পেশ হয় ।
    জুলাইতে পেশ হয় কেন্দ্রীয় বাজেট
  • 2019 সালে 31 মে ভারতের অর্থমন্ত্রী হন নির্মলা সীতারমন । ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী । 5 জুলাই তাঁর প্রথম বাজেট পেশ করেন সীতারমন ।
    ভারতের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী
  • দীর্ঘ দিন ধরেই দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির রক্তচাপ বাড়াচ্ছে অনুৎপাদক সম্পদের বোঝা (NPA) । ৭৬,০০০ কোটি টাকার ঋণ মুছল স্টেট ব্যাঙ্ক । রিজ়ার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, গত মার্চের হিসেব অনুযায়ী ২২০ জন ঋণ খেলাপির মোট ৭৬,০০০ কোটি টাকা অনাদায়ী ঋণ হিসেবের খাতা থেকে মুছে ফেলেছে স্টেট ব্যাঙ্ক । যাঁদের প্রত্যেকের ধার ছিল ১০০ কোটি টাকার বেশি ।
  • ৬-৭ বছর ধরে RBI-কে ভুল তথ্য দিয়ে কারচুপি । সংকটে PMC (পঞ্জাব-মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক) । এর জেরে PMC ব্যাঙ্ক থেকে সাসপেন্ড করা জয় থমাসকে । তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । RBI-র পাশাপাশি ব্যাঙ্কের পরিচালন বোর্ড বা কাউকে কিছু না জানিয়েই হাউজিং ডেভলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (HDIL)-এর প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকা ঋণকে নন প্রফিটেবল অ্যাসেট (NPA) হিসেবে দেখাননি ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর জয় থমাস ।
    সাসপেন্ড করা জয় থমাসকে
  • ৩৮০০ কোটি টাকার জালিয়াতি । ভূষণ স্টিলের বিরুদ্ধে অভিযোগ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ( PNB) । অভিযোগ, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখিয়ে একটি কনসর্টিয়ামে থাকা অনেকগুলি ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়েছে ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেড । পরে বিষয়টি RBI-র নজরে আনা হয় ।
    ভূষণ স্টিল
  • মেয়াদ শেষের আগেই ইস্তফা দিলেন রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্য । ২০২০-র ফেব্রুয়ারিতে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল । এর আগে উর্জিত পটেলের ইস্তফা নিয়েও জোর জল্পনা শুরু হয় ।
    রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর বিরল আচার্যের ইস্তফা
  • ১০ জানুয়ারি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য GST ছাড়ের সীমা দ্বিগুণ করা হয় । বছরে তার পরিমাণ ২০ লাখ টাকা থেকে বেড়ে হল ৪০ লাখ টাকা হল । আর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ক্ষেত্রে তা দ্বিগুণ হয়ে দাঁড়াল ২০ লাখ টাকায় । 1 এপ্রিল থেকেই তা কার্যকর হয় । তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এই ঘোষণা করেন ।
  • ঋণ কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত ICICI ব্যাঙ্কের প্রাক্তন CEO ও ম্যানেজিং ডিরেক্টর ছন্দা কোছার এবং ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর বেণুগোপাল ধূতের বাড়িতে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) কর্তারা । ছন্দার বিরুদ্ধে অভিযোগ, তাঁর ক্ষমতাবলে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর ধূতকে । ওই সময় ICICI-সহ ২০টি ব্যাঙ্কের কাছ থেকে ৪০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন ভিডিয়োকনের ম্যানেজিং ডিরেক্টর ।
    ছন্দা কোছার
  • প্রকল্পের জন্য ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকায় কারচুপি । পরে বিদেশে বিপুল সম্পত্তি কেনার অভিযোগ উঠল দেওয়ান হাজ়িং ফিনান্স লিমিটেড (DHFL)-এর বিরুদ্ধে । টাকার অঙ্ক ৩১ হাজার কোটিরও বেশি । কোবরাপোস্ট নামে এক অম্তর্তদন্তমূলক পোর্টালে এই তথ্য প্রকাশিত হয় । অভিযোগ, ঋণের টাকা দিয়ে দেশের বাইরে প্রোমোটারি ব্যবসায় ও বিপুল সম্পত্তি কেনায় লাগানো হয়েছে ।
  • রেপো রেট । যে সুদে RBI -র থেকে স্বল্প মেয়াদে ধার নেয় বাণিজ্যিক ব্যাঙ্ক । প্রায় ১৮ মাস পর রেপো রেট কমাল RBI। এতে সাধারণ ঋণগ্রহীতারা আশার আলো দেখল । বাড়ি, গাড়ি, ভোগ্যপণ্যের ঋণেও সুদ ছাঁটতে পারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ।
    রেপো রেট কমাল RBI
  • অ্যামেরিকায় এত দিন বিনা শুল্কে পণ্য পাঠানোর বিশেষ সুবিধা পেত ভারত । এ বার তা তুলে নেওয়ার কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । ওই সুবিধা পেত প্রায় ১ হাজার ৯০০টি ভারতীয় পণ্য । যার মূল্য ৫৬০ কোটি মার্কিন ডলার ।
    বিনা শুল্কে পণ্য পাঠানোর সুবিধা তুলে নেওয়ার ঘোষণা
  • 2019 লোকসভা ভোটে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা । যা বিশ্বের যে কোনও দেশের ভোটের খরচের থেকে অনেক বেশি । নয়াদিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজ়ের দাবি, এবার ভোটের বিজ্ঞাপনেই খরচ হয়েছে প্রায় ২৬০০ কোটি টাকা ।
    এবারের লোকসভা নির্বাচনে খরচ সর্বাধিক
  • এবছর ঋণভারে জর্জরিত জেট এয়ারওয়েজ়ের সঙ্গে সব সম্পর্ক কার্যত ছিন্ন করলেন প্রতিষ্ঠাতা নরেশ গয়াল ও তাঁর স্ত্রী অনিতা । এয়ারওয়েজের বোর্ডেও আর তাঁদের কোনও শেয়ার থাকছে না ।

পরিস্থতির সামাল দেওয়ার চেষ্টায় বর্তমান সরকার

  • GST- কাউন্সিলের ৩৭ তম বৈঠকের আগে কর্পোরেট ট্যাক্সে ছাড় এবং কিছুটা হলেও কম্পানিগুলিকে অক্সিজেন জুগিয়েছে । রিয়েল্টি সেক্টরে আর্থিক সাহায্যের ঘোষণা । ১০,০০০ কোটি টাকার ন্যাশনাল ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ফান্ড তৈরির ঘোষণা । এম এস এমই সেক্টরে আর্থিক সাহায্যের ঘোষণা । আর বি আই ও দেশের আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে ফেব্রুয়ারি থেকে রেপো রেটে ছাড় না বাড়া দেখতে হবে । দেওয়া শুরু করে । কেন্দ্রীয় ব্যাঙ্কও এবছর রেপো রেটে ১.৩৫ শতাংশ ছাড় দেয় ।
Noida (Uttar Pradesh), Dec 30 (ANI): A thick layer of fog canopied Delhi-NCR on Dec 30. It affected vehicular movement and led to heavy traffic jam on DND flyover. Commuters are facing difficulty due low visibility. Temperature has dipped sharply in parts of North India.
Last Updated :Dec 31, 2019, 12:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details