পশ্চিমবঙ্গ

west bengal

2021-এর শুরুতেই কো-ভ্যাকসিন পেতে পারে ভারত : সূত্র

By

Published : Aug 28, 2020, 8:33 PM IST

ভ্যাকসিনটি ডোজ় প্রতি 3-6 ডলারে (225 থেকে 550 টাকা) পাওয়া যাবে । বেশি মাত্রায় প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি কম হওয়ায়, বাস্তবায়নের চ্যালেঞ্জের কথা মাথায় রেখে হার্ড ইমিউনিটির জন্য আরও দু'বছর লেগে যেতে পারে । বার্নস্টেইনের প্রতিবেদনে দাবি ।

COVID-19 vaccine
COVID-19 vaccine

দিল্লি, 28 অগাস্ট : COVID-19 ভ্যাকসিনের পরীক্ষাগুলি দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার ফলস্বরূপ, 2021-এর প্রথম দিকেই একটি অনুমোদিত ভ্যাকসিন ভারতীয় বাজারে পৌঁছাতে পারে । বার্নস্টেইনের একটি প্রতিবেদনে দাবি এমনটাই ।বিশ্বব্যাপী 4টি প্রার্থী রয়েছে যারা 2020-এর শেষে বা 2021 সালের শুরুতেই অনুমোদন পেতে পারে । এদের মধ্যে, AZ/অক্সফোর্ডের ভাইরাল ভেক্টর ভ্যাকসিন এবং নোভাভ্যাক্সের প্রোটিন সাবইউনিট ভ্যাকসিন - এই দু'টিতে অংশীদারিত্বের মাধ্যমে ভারতের অ্যাক্সেস রয়েছে ।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, "প্রথম ও দ্বিতীয় পর্যায়ের তথ্য সুরক্ষার দিক থেকে এবং প্রতিরোধ ক্ষমতার দিক থেকে ভ্যাকসিনের কার্যকারিতা উভয়ের পক্ষেই আশানুরূপ বলে মনে হচ্ছে । আমরা আশাবাদী, ভারতে 2021 সালের মধ্যেই বাজারে একটি অনুমোদিত ভ্যাকসিন আসবে ।"যদিও এই ভ্যাকসিনটি ডোজ় প্রতি 3-6 ডলারে (225 থেকে 550 টাকা) পাওয়া যাবে । প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশি মাত্রায় প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি কম হওয়ায়, বাস্তবায়নের চ্যালেঞ্জের কথা মাথায় রেখে হার্ড ইমিউনিটির জন্য আরও দু'বছর লেগে যেতে পারে । 2011 সালে পোলিও নির্মূল অভিযান এবং সাম্প্রতিক ইনটেনসিফাইড মিশন ইন্দ্রধনুশ (IMI) বড় আকারের কর্মসূচির উদাহরণ । তবে COVID-19-এর ভ্যাকসিন বাস্তবায়ন কর্মসূচিতে যে বড় মাপের কর্মসূচির প্রয়োজন, এই ক্যাম্পেনগুলি তার এক-তৃতীয়াংশ ।কোল্ড চেন স্টোরেজ এবং প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে । প্রতিবেদনে বলা হয়েছে, "এমনকী বর্তমানের তুলনায় দ্বিগুণ প্রবাহ ক্ষমতা ধরে নিলেও, সরকারি কর্মসূচি বাস্তবায়নে 18-20 মাস সময় লাগতে পারে ।আমরা বিশ্বাস করি, প্রথম ভ্যাকসিনগুলি কম জনসংখ্যার স্বাস্থ্য কর্মীদের জন্য বরাদ্দ করা হবে, তারপর 65 বছরের উপরে জনসংখ্যায় অত্যাবশ্যক বিভাগের কর্মী এবং অর্থনৈতিকভাবে দুর্বল অংশের জন্য বরাদ্দ করা হবে ।"

ভ্যাকসিন পরীক্ষার বিষয়ে বিশদ বিবরণে বলা হয়েছে, নোভাভ্যাক্সের ভ্যাকসিন AZ/অক্সফোর্ডের ভ্যাকসিনের তুলনায় প্রায় 5-6 গুণ HCS (হিউম্যান কনভালেসেন্ট সেরা) উচ্চ অ্যান্টিবডি এবং ভাইরাল নিউট্রালাইজ়েশনের উচ্চস্তরের চিত্র প্রদর্শন করেছে, যা গড় HCS স্তরের কাছাকাছি । এগুলি অবশ্য প্রচলিত গ্রুপগুলি থেকে আলাদা ।তবে, উভয়েরই তৃতীয় পর্যায়ের অগ্রগতির জন্য যথেষ্ট ফলপ্রসূ এবং বর্তমানে পরীক্ষা-নিরীক্ষা চলছে । উভয় ভ্যাকসিনের ক্ষেত্রেই 21 থেকে 28 দিন বাদে দু'টি ডোজ় প্রয়োজন ।প্রথম ভ্যাকসিন দেওয়ার জন্য সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে উল্লেখ করে বার্নস্টেইন বলেছে, SII অনুমোদনের ভিত্তিতে তাদের ভ্যাকসিন উৎপাদন ও বাণিজ্যিকীকরণের জন্য AZ/অক্সফোর্ড এবং নোভাভ্যাক্স, উভয়ের সঙ্গেই কাজ করছে ।প্রোটিন সাব-ইউনিট (বাণিজ্যিক) এবং ভাইরাল ভেক্টর (পাইপ লাইন) উভয় প্রযুক্তিতেই উৎপাদনে সক্ষম SII । বার্নস্টেইনের প্রতিবেদনে বলা হয়েছে, "SII আরও 1 বিলিয়ন ডোজ় প্রস্তুত করতে অতিরিক্ত বিনিয়োগ করছে এবং আমাদের অনুমান, 2021 সালে 600 মিলিয়ন ডোজ় সরবরাহ করতে পারবে । 2022 সালের মধ্যে এক বিলিয়ন ডোজ় সরবরাহ করা হবে যার মধ্যে 2021-এ 400-500 মিলিয়ন ভারতের জন্য উপলব্ধ থাকবে ।"SII ছাড়াও জ়াইডাস, ভারত বায়োটেক এবং বায়োলজিকাল ই তাদের নিজস্ব ভ্যাকসিন নিয়ে কাজ করছে এবং বর্তমানে প্রথম/ দ্বিতীয় পর্যায়ে রয়েছে ।বার্নস্টেইনের দাবি, 2021-22 অর্থবছরের তুলনায় ভারতের ভ্যাকসিনের বাজার 6 বিলিয়ন ডলার হতে পারে । সরকারি চ্যানেল এবং বেসরকারি বাজারের মধ্যে 55:45 অনুপাতে ভলিউম বিভক্ত করা হবে এবং সরকারি ক্ষেত্রে ডোজ় প্রতি ক্রয়মূল্য তিন ডলার এবং বেসরকারি বাজারে প্রয়োজনীয় দাম 6 ডলার হবে ।"

ABOUT THE AUTHOR

...view details