পশ্চিমবঙ্গ

west bengal

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মহারাষ্ট্রে নতুন সরকার, ইঙ্গিত রাউতের

By

Published : Nov 19, 2019, 11:48 PM IST

চলতি সপ্তাহেই রাজধানীতে বৈঠকে বসেছিলেন সোনিয়া-পাওয়ার ৷ আগামী কাল ফের বৈঠকে বসবেন দুই দলের শীর্ষ নেতৃত্ব ৷ NCP-র তরফে উপস্থিত থাকবেন শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার ৷ কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেবেন আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খাড়গে, পৃথ্বীরাজ চৌহান, অশোক চৌহান সহ অন্য অন্যান্যরা ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্র পেতে পারে সেনার নেতৃত্বাধীন স্থায়ী জোট সরকার ৷

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মহারাষ্ট্রে নতুন সরকার, ইঙ্গিত রাউতের

মুম্বই, 19 নভেম্বর : নতুন করে জল্পনা শুরু হয়েছিল, 3:2 ফর্মুলায় মুখ্যমন্ত্রিত্বের ভাগাভাগির ৷ 3 বছর BJP ৷ 2 বছর শিবসেনা ৷ শোনা যাচ্ছিল এতে সায় ছিল সঞ্জয় রাউতেরও ৷ আজ আবার 180 ডিগ্রি ঘুরে সঞ্জয় রাউত জানান, 35 বছরের পুরোনো সঙ্গীর সঙ্গে ফের জোটে যাওয়া সম্ভব একমাত্র 50:50 ফর্মুলা দিয়েই ৷ বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে আজ ফের মুখ খুললেন তিনি ৷ "শরদ পাওয়ার এবং আমাদের জোট নিয়ে আপনাদের ভাবতে হবে না ৷ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই সেনার নেতৃত্বে গঠিত হবে মহারাষ্ট্রের স্থায়ী জোট সরকার ৷" বিকল্প জোটের ভবিষ্যৎ নিয়ে আজ এমনই বললেন সঞ্জয় রাউত ৷

কে হবে মহারাষ্ট্র সরকারের মূল চালিকাশক্তি? দফায় দফায় বৈঠকের পরেও জট কাটেনি এখনও ৷ প্রতিদিন নতুন নতুন বৈঠক ৷ প্রতি মুহূর্তে বদলাচ্ছে রাজনীতির রং ৷ বদলাচ্ছে সমীকরণ ৷

চলতি সপ্তাহেই রাজধানীতে বৈঠকে বসেছিলেন সোনিয়া-পাওয়ার ৷ আগামী কাল ফের বৈঠকে বসবেন দুই দলের শীর্ষ নেতৃত্ব ৷ NCP-র তরফে উপস্থিত থাকবেন শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল, অজিত পাওয়ার ৷ কংগ্রেসের তরফে বৈঠকে যোগ দেবেন আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খাড়গে, পৃথ্বীরাজ চৌহান, অশোক চৌহানরা ৷

এদিকে চলতি মাসের 22 তারিখে দলীয় বিধায়কদের সঙ্গে নিজ বাসভবনে বৈঠকে বসবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ৷ সেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউত আজ বলেন, "রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি আছে ৷ আমাদের অনেকগুলি নিয়মের মধ্যে দিয়ে এগোতে হচ্ছে ৷ এরকম পরিস্থিতিতে সরকার গঠনে বেশ কিছুটা সময় লাগছে ৷"

মহারাষ্ট্রে সরকার গঠনের জটকে ঘিরে আজ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ 10, জনপথের বৈঠকে আজ উপস্থিত ছিলেন আহমেদ প্যাটেল, মল্লিকার্জুন খাড়গে, এ কে অ্যান্টনি সহ কংগ্রেসের একাধিক শীর্ষস্থানীয় নেতা ৷

মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ এখন আবর্তিত হচ্ছে শিবসেনাকে ঘিরে ৷ কখনও উঠে আসছে সেনা-NCP-কংগ্রেসের নাম ৷ আবার কখনও উঠে আসছে সেনার পুরানো জোট সঙ্গী BJP-র নাম ৷

New Delhi, Nov 19 (ANI): While addressing at an event in the national capital on November 19, the National General Secretary of Bharatiya Janata Party (BJP) Ram Madhav said, "Let me clarify on the question of new political class being cultivated from Delhi, no such thing happening from our side. We have huge respect for political leaders of different parties in the valley. Earliest possible, they will resume their political activity." "Omar Abdullah or Mehbooba Mufti, once they have the opportunity to come back and restore their political activity, I am sure they will definitely have the role to play in state politics. But, emergence of a newer leadership is a continuous process," Madhav added. "It happens in the rest of the country, it happens at Delhi-level. So, we are in favour of new leaders coming from the grassroots level of the Valley," he further stated.

ABOUT THE AUTHOR

...view details