পশ্চিমবঙ্গ

west bengal

অ্যাপোলোর বিরুদ্ধে 'ক্যাশ ফর কিডনি' বিক্রির অভিযোগ, অস্বীকার হাসপাতালের

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 9:38 PM IST

Cash for Kidney Scam: মায়ানমারের দরিদ্র গ্রামবাসীর অঙ্গ বৈআইনিভাবে বিক্রির অভিযোগ দিল্লির অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ৷ বিষয়টি প্রকাশ্যে আসার পর কেন্দ্রীয় সরকারের সংস্থা এবং ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন ন্যাটো তদন্তের নির্দেশ জারি করেছে ।

apollo hospital
অ্যাপোলো হাসপাতাল

নয়াদিল্লি, 6 ডিসেম্বর: 2016 এর পরে ফের 'ক্যাশ ফর কিডনি' র‌্যাকেট মামলায় স্ক্যানারে অ্যাপোলো হাসপাতাল । লন্ডনের স্বনামধন্য সংবাদপত্র টেলিগ্রাফ টাকার বিনিময়ে কিডনি ব্যবসার মামলায় এই হাসপাতালকে টেনে এনেছে । এটি একটি আন্তর্জাতিক বিষয় ৷ তাই কেন্দ্রীয় সরকারের সংস্থা, যারা অঙ্গদানের জন্য কাজ করে ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্টেশন অর্গানাইজেশন (ন্যাটো) অবিলম্বে বিষয়টিকে গুরুত্ব আরোপ করেছে এবং তদন্তের নির্দেশ দিয়েছে ।

অ্যাপোলো সব অভিযোগ অস্বীকার করেছে: তবে অ্যাপোলো হাসপাতাল আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ৷ তারা বলেছে, "হাসপাতাল অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত আইনি বিধান মেনে চলে । সরকার যে নির্দেশই দিক না কেন তা মেনে চলা হওয়া । এদিকে মায়ানমারে এই হাসপাতালের অপারেশন প্রধানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ । তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক সাংবাদিকের সঙ্গে বোপন বৈঠকে তিনি অবৈধভাবে কিডনি প্রতিস্থাপনের কথা স্বীকার করেছেন ৷ তাই তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে ।

এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে: ন্যাটোর ডিরেক্টর চিকিৎসক অনিল কুমার দিল্লি সরকারের প্রিন্সিপাল সেক্রেটারিকে (স্বাস্থ্য) একটি চিঠি লিখেছেন বিষয়টি তদন্ত করতে এবং মানব অঙ্গ ও টিস্যু আইনের ট্রান্সপ্লান্টেশন 1994-এর বিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে । এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট দিতে বলা হয়েছে । উল্লেখ্য, অধ্যায় IV, মানব অঙ্গ ও টিস্যু প্রতিস্থাপন আইন (থোটা), 1994 এর ধারা 13 (3) (iv) অনুযায়ী, তদন্ত করার জন্য সচিব (স্বাস্থ্য), দিল্লি সরকার, এনসিটি দিল্লির উপযুক্ত কর্তৃপক্ষ এবং বিষয়টি খতিয়ে দেখে ।

চিকিৎসক সন্দীপ গুলেরিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ: চিকিৎসক অনিল কুমার একটি বিবৃতি দিয়েছেন, যেখানে দিল্লি অ্যাপোলো হাসপাতাল এবং চিকিৎসক সন্দীপ গুলেরিয়াকে একটি কিডনি র‌্যাকেট চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে ৷ সেখানে মায়ানমারের দরিদ্র জনগণকে তাদের অঙ্গ বিক্রির প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ । রিপোর্টে জোর দেওয়া হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তিদের স্বাস্থ্য ও মঙ্গলের জন্য মারাত্মক হুমকি হতে পারে ।

আরও পড়ুন:

  1. অ্যাপোলো হাসপাতালে চালু ইনডিউসড স্পুটাম সেল কাউন্ট পরীক্ষাগার
  2. এই অভ্যাসগুলি কিডনির ক্ষতি করতে পারে !বদলে ফেলুন আজই
  3. নাড়ি ছিন্ন করার আগেই শিশু বিক্রির রফা করছে হাসপাতাল, বিরাট পাচার চক্রের হদিশ হায়দরাবাদে

ABOUT THE AUTHOR

...view details