পশ্চিমবঙ্গ

west bengal

অ্যাম্বুলেন্স আসেনি, নদীর পাশে রাস্তাতেই সন্তান প্রসব আদিবাসী মহিলার

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 12:02 PM IST

Birth a Baby Child on Road: অ্যাম্বুলেন্স পরিষেবা না পেয়ে রাস্তাতেই সন্তান প্রসব আদিবাসী মহিলার ৷ ঘটনায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে অভিযোগ পরিবারের ৷

Etv Bharat
প্রতীকী ছবি

মাজুলি (অসম), 11 ডিসেম্বর: ফোন করেও মিলল না অ্যাম্বুলেন্স পরিষেবা ৷ নদীর পাশে রাস্তার ধারেই প্রসব যন্ত্রণায় কাতর মা জন্ম দিলেন কন্যা সন্তানের ৷ পরিবারের অভিযোগ, বারবার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হলেও মেলেনি সাড়া ৷ ঘটনাটি ঘটেছে মাজুরির ডাম্বুকিয়াল গ্রামে ৷ এই ঘটনায় স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা ৷

জানা গিয়েছে, ওই গ্রামের আদিবাসী মহিলার শনিবার রাতে প্রসব যন্ত্রণা হয় ৷ শারীরিক অবস্থা বেগতিক হলে পরিবারের তরফ থেকে 108 নম্বরে ফোন করা হয় অ্যাম্বুলেন্সের জন্য ৷ কিন্তু সেখান থেকে কোনও রকম সহযোগিতা মেলেনি বলে অভিযোগ ৷ এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নদীর ধারে রাস্তাতেই কন্যা সন্তানের জন্ম দেন ওই মহিলা ৷ পরিবারের সদস্যরা নবজাতক ও মাকে অবশেষে রিক্সা করে নিয়ে যান গারামুর ডিস্ট্রিক সিভিল হাসপাতালে ৷ গ্রাম থেকে এই হাসপাতালে দূরত্ব কয়েক কিলোমিটার ৷ ফলে আরও একবার উঠেছে মানবিকতার প্রশ্ন ৷ উঠেছে বিজেপি শাসিত রাজ্যে উন্নয়ন পরিকাঠামো নিয়ে প্রশ্ন ৷

2016 সালে সর্বানন্দ সনোয়াল অসমের মাজুলি বিধানসভা থেকে দাঁড়িয়ে জেতেন ৷ এরপর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি ৷ কিন্তু 2021 সালে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলে অসমের মুখ্যমন্ত্রীর আসনে বসেন হিমন্ত বিশ্বশর্মা ৷ তিনি বহুবার মাজুলি দ্বীপ পরিদর্শন করেছেন ৷ কিন্তু সেখানকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তাঘাট থেকে পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা ও স্বাস্থ্য পরিষেবা উন্নত হয়নি এখানে ৷

এই রকম একই ঘটনা সামনে আসে ওড়িশা রাজ্যেরও ৷ অ্যাম্বুলেন্স বিভ্রাটের কারণে রাস্তায় সন্তান প্রসব করেন এক আদিবাসী মহিলা ৷ ওড়িশার কোরাপুটের দশমন্তপুর ব্লকে টুনখাল গ্রামের ঘটনাটি ঘটে। এরপর প্রায় 2 কিলোমিটার পথ নবজাতককে কোলে নিয়ে হাঁটেন ওই মহিলা। এই ঘটনা সামনে আসতেই ওঠে নিন্দার ঝড় ৷ এবার একই ঘটনা ঘটল অসমে।

ABOUT THE AUTHOR

...view details