পশ্চিমবঙ্গ

west bengal

Amartya Sen: 'বাবা সম্পূর্ণ সুস্থ', ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন অমর্ত্য কন্যা

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 6:00 PM IST

Updated : Oct 10, 2023, 7:48 PM IST

সুস্থ রয়েছেন অমর্ত্য সেন ৷ তাঁর মৃত্যুর খবর ভুয়ো, জানিয়েছেন অমর্ত্য কন্যা নন্দনা সেন ৷

ETV Bharat
ফাইল ছবি

নন্দনা সেনের প্রতিক্রিয়া

হায়দরাবাদ, 10 অক্টোবর: নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর ভুয়ো ৷ তিনি জীবিত ৷ মঙ্গলবার ইটিভি ভারতকে এই কথা জানিয়েছেন অমর্ত্য কন্যা নন্দনা সেন ৷ তিনি জানান, সম্প্রতি তাঁরা কেমব্রিজের বাড়িতে এক সপ্তাহ কাটিয়েছেন অমর্ত্য সেনের সঙ্গে ৷ তিনি সুস্থ রয়েছেন ৷ তাঁর মৃত্যুর এই খবর ভুয়ো ৷

এর আগে এদিন বিকেলে সোশাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল ৷ নোবেলজয়ীর এই মৃত্যুর খবর ছড়ানোর পর এদিন সোশাল মিডিয়া এক্স-য়েও একটি পোস্ট করেন অমর্ত্য সেনের কন্যা নন্দনা ৷ সেখানে তিনি লেখেন, "বন্ধুরা, আপনাদের এই চিন্তার জন্য ধন্যবাদ ৷ কিন্তু বাবার মৃত্যুর খবর ভুয়ো ৷ তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন ৷ কেমব্রিজে তাঁর সঙ্গে আমরা দারুণ একটা সপ্তাহ কাটালাম ৷ গত রাতেও তাঁকে আলিঙ্গন করেছি ৷ হার্ভার্ডে তিনি সপ্তাহে 2টি পাঠক্রম পড়াচ্ছেন, তাঁর বই নিয়ে কাজ করছেন ৷ অন্য সময়ের মতোই ব্যস্ত !"

এদিন নোবেলজয়ীর মৃত্যুর ভুয়ো খবর ছড়ায় ক্লডিয়া গোল্ডিন নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ৷ ক্লডিয়া এবছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ৷ ক্লডিয়া গোল্ডিন নামের সেই হ্যান্ডেল থেকে লেখা হয়, "আমার প্রিয় অধ্যাপক অমর্ত্য সেন মারা গিয়েছেন। আমার বলার কোন ভাষা নেই।" এই এক্স হ্যাণ্ডেল দেখেই শোরগোল পড়ে যায় ৷ শুধু দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমে দ্রুত অমর্ত্য সেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ৷ পরে জানা যায় ওই অ্যাকাউন্টটি ভুয়ো ৷ সংবাদসংস্থার তরফেও পরে এই বিষয়টি জানানো হয় ৷ পরে অবশ্য ওই ভুয়ো অ্যাকাউন্টটিউ এক্স এর প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয় ৷

আরও পড়ুন: মোদিকে ফোন নেতানিয়াহুর, ইজরায়েলের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এদিন অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে নিয়ো ভুয়ো খবর ছড়ানোর পর, প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তি তৈরি হয় ৷ পরে জানা যায় তাঁকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে ৷

Last Updated : Oct 10, 2023, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details