ETV Bharat / bharat

Netanyahu Calls PM Modi: মোদিকে ফোন নেতানিয়াহুর, ইজরায়েলের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 3:54 PM IST

Updated : Oct 10, 2023, 4:31 PM IST

Israel PM Calls PM Narendra Modi: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মঙ্গলবার ফোন করেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ সোশাল মিডিয়ায় বিষয়টি জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি জানান, ইজরায়েলের প্রধানমন্ত্রী তাঁকে সেখানকার বর্তমান বিষয় সম্পর্কে অবগত করেছেন ৷

Netanyahu Calls PM Modi
Netanyahu Calls PM Modi

নয়াদিল্লি, 10 অক্টোবর: ইজরায়েল ও হামাসের মধ্যে গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর যুদ্ধ চলছে ৷ এই পরিস্থিতিতে মঙ্গলবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এই টেলিফোনিক কথোপকথনের বিষয়ে প্রধানমন্ত্রী মোদি নিজেই জানিয়েছেন সোশাল মিডিয়ায় ৷

প্রধানমন্ত্রী মোদি এই নিয়ে তাঁর এক্স হ্য়ান্ডেল অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাই তাঁর ফোন কল এবং চলমান পরিস্থিতি সম্পর্কে একটি আপডেট দেওয়ার জন্য । ভারতের মানুষ এই কঠিন সময়ে ইজরায়েলের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে । ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে ।’’

  • I thank Prime Minister @netanyahu for his phone call and providing an update on the ongoing situation. People of India stand firmly with Israel in this difficult hour. India strongly and unequivocally condemns terrorism in all its forms and manifestations.

    — Narendra Modi (@narendramodi) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টটি রিপোস্ট করেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত নোয়ার গিলন ৷ তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ৷ পাশাপাশি ভারতের তরফে যাঁরা এই লড়াইয়ের পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ৷

এক্স হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, ‘‘আবারও ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ৷ আমরা আমাদের ভারতীয় ভাই ও বোনদের কাছ থেকে অনেক বেশি সমর্থন পাচ্ছি ৷ কিন্তু আমি দুর্ভাগ্যবশত আপনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারছি না । তাই আমাদের সকল বন্ধুদের প্রতি আমার কৃতজ্ঞতা হিসাবে এটি গ্রহণ করুন ।’’

  • Thank you again PM @narendramodi Ji.
    Since we get SO MUCH support from our Indian brothers and sisters, I’m unfortunately unable to thank each and every one of you personally.
    Please accept this as my gratitude to all our friends🙏. https://t.co/yVy9ogVv9h

    — Naor Gilon (@NaorGilon) October 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত শনিবার (7 অক্টোবর) ইজরায়েল ও হামাসের মধ্যে এই যুদ্ধ শুরু হয়েছে ৷ হামাসের অতর্কিত হামলার পরই এই যুদ্ধের শুরু বলে অভিযোগ ৷ এখন পালটা হামলা চালাচ্ছে ইজরায়েল ৷ ইজরায়েলের সেনাবাহিনীর দাবি, ইতিমধ্যে তাঁদের দেশে 900 জনের মৃত্যু হয়েছে ৷ গাজা ও ওয়েস্ট ব্যাংকে 704 জন নিহত হয়েছেন ৷ দু’পক্ষের হাজার হাজার মানুষ আহত হয়েছেন ৷ সব মিলিয়ে দুই পক্ষের 1600 মানুষ নিহত হয়েছেন বলে খবর ৷ গাজা থেকে 1 লক্ষ 87 হাজার লোক গৃহহীন হয়েছেন ৷ ইজরায়েলের হামলায় 6 হাজার বাড়ি ভেঙেছে ৷

আরও পড়ুন: গাজায় পালটা ইজরায়েলি রকেট! মৃত একই পরিবারের 19 জন

Last Updated :Oct 10, 2023, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.