পশ্চিমবঙ্গ

west bengal

Air India Urination Row: প্রস্রাব কাণ্ডে ধৃত শংকরকে চারমাসের জন্য নিষিদ্ধ করল এয়ার ইন্ডিয়া

By

Published : Jan 19, 2023, 9:39 PM IST

চারমাসের জন্য এয়ার ইন্ডিয়ার বিমানে উঠতে পারবেন না প্রস্রাব কাণ্ডে ধৃত শংকর মিশ্র (Air India Imposes Four Mmonth Flying Ban on Shankar Mishra) ৷ শাস্তি ঘোষণা করল উড়ান সংস্থা ৷

Air India Imposes Four Month Flying Ban on Shankar Mishra due to Urination Row
ফাইল ছবি

নয়াদিল্লি, 19 জানুয়ারি: প্রস্রাব কাণ্ডে (Air India Urination Row) ধৃত শংকর মিশ্রের উপর চারমাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করল এয়ার ইন্ডিয়া (Air India Imposes Four Mmonth Flying Ban on Shankar Mishra) ৷ বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে তাদের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে ৷ উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রী এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন শংকর ৷ সম্প্রতি সেই ঘটনা সামনে আসে ৷ তার জেরেই এই পদক্ষেপ করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ এদিন এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক আধিকারিক জানিয়েছেন, এর আগেই শংকরের উপর একমাসের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ সেইসঙ্গে, আরও চারমাসের নিষেধাজ্ঞা যুক্ত করা হল ৷

2022 সালের 26 নভেম্বর শংকর মিশ্র এই কাণ্ড ঘটান বলে অভিযোগ ৷ ওই দিন বিমানে নিউইয়র্ক থেকে দিল্লি ফিরছিলেন তিনি ৷ সেদিন শংকরের সফরসঙ্গী ছিলেন এক বাঙালি চিকিৎসক ৷ সম্প্রতি ঘটনা নিয়ে মুখ খোলেন তিনি ৷ জানান, ঘটনার সময় একেবারে মদ্যপ ছিলেন শংকর ৷ দুপুরের খাবার খাওয়ার সময় গ্লাসের পর গ্লাস মদ গলায় ঢালছিলেন তিনি ৷ ফলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন ওই ব্যক্তি ! সেই সময়েই সহযাত্রী বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন তিনি ! বিষয়টি নিয়ে সেই দিনই কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন ওই বাঙালি চিকিৎসক ৷

আরও পড়ুন:চার গ্লাস হুইস্কি খেয়ে বেসামাল ছিলেন শংকর, সাক্ষী বাঙালি চিকিৎসক

বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক মুখপাত্র জানান, এই ঘটনার তদন্তে তিন সদস্যের একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছিল ৷ সেই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ ৷ তাঁরাই শংকরকে চারমাসের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন ৷ সেই মতোই পদক্ষেপ করা হয়েছে ৷

ইতিমধ্যেই শংকরকে তাদের নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে এয়ার ইন্ডিয়া ৷ প্রসঙ্গত, বর্তমানে এয়ার মালিকানা রয়েছে টাটা গোষ্ঠীর হাতে ৷ তাদের কাছে ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট পেশ করেছে সংশ্লিষ্ট কমিটি ৷ সেই রিপোর্ট ডিজিসিএকেও পাঠানো হয়েছে ৷ তবে, শংকরের উপর এই নিষেধাজ্ঞা আপাতত শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার বিমানের ক্ষেত্রেই কার্যকর থাকবে ৷ অন্য়ান্য বিমান সংস্থা এই বিষয়ে আলাদাভাবে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে ৷ সেখানে এখনও পর্যন্ত কোনও বাধা নেই ৷ প্রসঙ্গত, শংকর মিশ্র এই মুহূর্তে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে দিল্লির আদালতে মামলা চলছে ৷

ABOUT THE AUTHOR

...view details