পশ্চিমবঙ্গ

west bengal

Singhu Border Killing : সিঙ্ঘু সীমানায় খুনের ঘটনায় আত্মসমর্পণ এক নিহং শিখের, উচ্চ পর্যায়ের বৈঠক খট্টরের

By

Published : Oct 16, 2021, 10:26 AM IST

সিংঘু সীমানায় খুনের ঘটনায় শুক্রবার গভীর রাতে এক নিহং শিখ গোষ্ঠীর এক সদস্য সর্বজিৎ সিং ঘটনার দায় স্বীকার করে হরিয়ানা পুলিশের সামনে আত্মসমর্পণ করেছে । পাশাপাশি এই খুনের ঘটনা নিয়ে নিজ বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর (Manohar Lal Khattar) ৷

Singhu Border Killing
Singhu Border Killing

চণ্ডীগড়, 16 অক্টোবর : সিঙ্ঘু বর্ডারে খুনের ঘটনায় আত্মসমর্পণ করল নিহং শিখ গোষ্ঠীর এক সদস্য ৷ শুক্রবার গভীর রাতে আত্মসমর্পণ করে সর্বজিৎ সিং নামে এক ব্যক্তি ৷ ঘটনার দায় স্বীকার করেছে সে ৷ পাশাপাশি এই ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ((Manohar Lal Khattar)) তাঁর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ৷

বৈঠকে মুখ্যমন্ত্রী খট্টর কড়া ভাষায় বলেন, "অভিযুক্তদের কোনও মতেই ছাড় দেওয়া হবে না ।" বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ, পুলিশের মহাপরিচালক এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ৷ পাশাপাশি পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে এই খুনের ঘটনায় যে অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে তার নাম সর্বজিৎ সিং ৷ নিহং শিখ গোষ্ঠীর সদস্য ৷ সূত্রের খবর, সে অপরাধের কথা স্বীকার করেছে।

জানা গিয়েছে, পঞ্জাবের তরন তারন জেলার চিমা খুরদ গ্রামের বাসিন্দা নিহত লাকবীর সিং (35) পেশায় শ্রমিক ছিলেন ৷ পুলিশের খাতায় তাঁর কোনও অপরাধমূলক রেকর্ড বা কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না ৷ শুক্রবার সকালে হরিয়ানা-দিল্লির সিংঘু সীমানার কাছে একটি ব্যারিকেড থেকে এক হাত ও এক পা কাটা অবস্থায় তাঁর ঝুলন্ত অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় ৷ লাকবীর নাকি শিখ ধর্মগ্রন্থের অপমান করতে গিয়েছিলেন ৷ তারপরই তার সঙ্গে এই ঘটনা ঘটে ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ৷

আরও পড়ুন : Singhu-Kundli border : যুবকের হাত কেটে মৃতদেহ ঝুলিয়ে দেওয়া হল ব্যারিকেডে

ABOUT THE AUTHOR

...view details