পশ্চিমবঙ্গ

west bengal

UP Devotee Electrocuted: যোগীরাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 5 তীর্থযাত্রীর

By

Published : Jul 16, 2023, 10:59 AM IST

Updated : Jul 16, 2023, 1:14 PM IST

উত্তরপ্রেদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু। মিরাটের ভাওয়ানপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঝুলতে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসে একটি গাড়ি । তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

UP devotee death
যোগীরাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

মিরাট,16 জুলাই:যোগীরাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ তীর্থযাত্রীর মৃত্যু। মর্মান্তুিক ঘটনার সাক্ষী উত্তরপ্রদেশের মিরাট। মৃত পাঁচ জনই হরিদ্বার থেকে কানওয়াড় যাত্রা সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে। কানওয়াড়ি বা শিবের উপাসকদের গাড়ি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মিরাটের ভাওয়ানপুরের কাছে ঝুলে থাকা বৈদ্যুতিক তার দেখতে পাননি গাড়ির চালক । তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তীর্থযাত্রীরা । ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ভাওয়ানপুরের রালি চৌহান গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতটা নীচুতে তার কেন ঝোলানো থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রামবাসীদের তৎপরতায় জখম তীর্থযাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল । বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির দাবিতে সরব গ্রামবাসীরা।

জেলা শাসক দীপক মীনা জানাচ্ছেন, 11কেভি-র বৈদ্য়ুতিক তার গাড়িটির সংস্পর্শে আসে । এর আগে জুন মাসেই ত্রিপুরায় উলটো রথের দিন হাই টেনশন তারের সংস্পর্শে এসে মৃত্যু হয় 7 ভক্তের। অগ্নিদগ্ধ হন মোট 16 জন ৷ একই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মিরাটে। এই কানওয়াড় যাত্রা দেশের অন্যতম আলোচিত তীর্থ যাত্রা । শিবের উপাসকরা কানওয়াড়ি নামে পরিচিত ।

আরও পড়ুন: বোনের সামনে দিদিকে গণধর্ষণ! অভিযুক্তের তালিকায় বিজেপি নেতার ছেলে

কানওয়াড় যাত্রা নিয়ে কেন প্রশাসন সজাগ ছিল না সেই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। করোনার কারণে দু'বছর বন্ধ ছিল যাত্রা । 2022 সালে ফের এই যাত্রা শুরু হওয়ার পরই তীর্থযাত্রীদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা ঘোষণা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ তারপরও একাধিকবার দুুর্ঘটনা কবলে পড়েছেন কানোয়াড় তীর্থ যাত্রীরা।

এই ঘটনাতেও প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রশাসন। গতবছররই যোগী প্রশাসনের তরফে জানানো হয়, কানোয়াড় যাত্রা চালকালীন সংশ্লিষ্ট এলাকায় প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না । উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় এই সময় প্রশাসনের তরফে খতিয়ে দেখা হয় কোথাও মাংস বিক্রি হচ্ছে কি না । ঠিক সেভাবে কেন তার ঘিরে সতর্কতা প্রশাসন নিল না সেই প্রশ্ন উঠতে শুরু করেছে । ঘটনার তদন্তের নির্দেশ বিভাগীয় কমিশনারের ।

Last Updated : Jul 16, 2023, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details