পশ্চিমবঙ্গ

west bengal

GST Council Meeting: 5 মাস পর জিএসটি কাউন্সিলের বৈঠক কেন্দ্রের

By

Published : Nov 27, 2022, 5:52 PM IST

বিরোধী রাজ্যগুলির লাগাতার চাপে কার্যত বাধ্য হয়েই জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (48th Meeting of GST Council will be held on 17th December) ৷ জিএসটি কাউন্সিলের তরফে টুইটে একথা জানানো হয়েছে ৷

48th-meeting-of-gst-council-will-be-held-on-17th-december
48th-meeting-of-gst-council-will-be-held-on-17th-december

কলকাতা, 27 নভেম্বর: গত জুন মাসের পর একবারের জন্যও জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রক ৷ এনিয়ে কয়েকদিন আগেই অর্থমন্ত্রকের কাছে চিঠি লিখেছিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ অনুরোধ করেছিলেন, দ্রুত জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা হোক ৷ জিএসটি কাউন্সিলের প্রাক্তন চেয়ারম্যানের সেই আবেদনে সাড়া দিল কেন্দ্র ৷ সেই মতো 5 মাস পর আগামী 17 ডিসেম্বর জিএসটি কাউন্সিলের 48তম বৈঠক হবে বলে জানিয়েছে অর্থমন্ত্রক (48th Meeting of GST Council will be held on 17th December) ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন ৷ জিএসটি কাউন্সিল টুইটে সেই কথা জানিয়েছে ৷

জিএসটি কাউন্সিলের টুইটে বলা হয়েছে, ‘‘17 ডিসেম্বর 2022 সালে জিএসটি কাউন্সিলের 48তম বৈঠক হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ৷’’ এই বৈঠকে ক্যাসিনো, অনলাইন গেম এবং ঘোড়দৌড়ের উপর জিএসটি ধার্য করার বিষয়ে প্রতিটি রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবে কেন্দ্র ৷ প্রসঙ্গত, শেষবার গত জুন মাসের 28 ও 29 তারিখ জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল ৷ তার পর থেকে একবারের জন্যও জিএসটি কাউন্সিলের বৈঠক হয়নি ৷ নিয়ম অনুযায়ী, 3 মাসে একবার এই বৈঠক করতে হয় ৷ ফলে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন অমিত মিত্র ৷

আরও পড়ুন:সাড়ে চার মাস কেটে গেলেও জিএসটির বৈঠক ডাকেনি কেন্দ্র, নির্মলাকে চিঠি অমিতের

এমনকি রাজ্য থেকে পর্যাপ্ত পরিমাণ জিএসটি তুলে নিয়ে গেলেও, সরকারকে তার প্রাপ্য ভাগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ আর এই পরিস্থিতিতে কেন্দ্রের উপর বিরোধী দলের সরকার রয়েছে এমন রাজ্যগুলি থেকে চাপ আসতে শুরু করে ৷ এই পরিস্থিতিতে সম্প্রতি ‘জিএসটি কম্পেনসেশন’ বাবদ রাজ্য সরকারকে 814 কোটি টাকা দিয়েছে অর্থমন্ত্রক ৷ এমনটাই নবান্ন সূত্রে খবর ৷ আর সেই অর্থ আসার কয়েকদিনের মধ্যেই জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকল কেন্দ্র ৷ যা বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

ABOUT THE AUTHOR

...view details