তৃণমূল বিধায়কের গাড়িতে পাথর, বিজেপি-কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 11:02 PM IST

thumbnail

TMC MLA Car allegedly vandalized: বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান খগেশ্বর রায়ের গাড়িতে হামলার অভিযোগ ৷ এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে  ৷ যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত ৷ আগামিকাল জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি গ্রামপঞ্চায়েতে ভিডিওকনের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে ৷ 

আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার প্রশাসনিক সভামঞ্চ থেকে সুবিধা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগ দেবেন ৷ রবিবার মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে গিয়েছিলেন জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ জেলা নেতৃত্বরা ৷ ফেরার পথে সন্ন্যাসীকাটা এলাকায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ ৷ ঢিলে গাড়ির কাচ ভেঙে যায় ৷ তবে বিধায়ক এবং গাড়িতে থাকা অন্যদের কিছু হয়নি ৷ 

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের অভিযোগ, এটা কংগ্রেস ও বিজেপির কাজ ৷ কারণ সোমবার মুখ্যমন্ত্রীর সভা বানচাল করতেই এই কাজ করেছে বিরোধী দুই দল ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রীর সভার জন্য আমরা মিটিং করে ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে ৷ আমি গোটা জেলায় চষে বেড়াই ৷ মুখ্যমন্ত্রীর সভায় যাতে লোক না হয়, তাই এই ঘটনা ঘটাল ৷ গাড়ির পেছনে ঢিল ছুড়েছে ৷ আগামিকাল দিদি জেলা থেকে যাক তারপর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করব ৷"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.