মার্চে তুষারস্নাত কাঞ্চনজঙ্ঘা ও সান্দাকফু, বরফের দৃশ উপভোগ পর্যটকদের - tourists also enjoy the snowfall

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 2:27 PM IST

thumbnail

উত্তরবঙ্গেও আবহাওয়ার ভোলবদল ৷ ভরা বসন্তে শীতের আমেজ ৷ দু’দিন আগেই পাহাড়ে ভারী বৃষ্টিপাত শুরু হয় ৷ দার্জিলিং এবং সান্দাকফুতে তুষারপাত শুরু হয়েছে ৷ বৃহস্পতিবার সকাল থেকে আজ পরিষ্কার  ও ঝকঝকে ৷ মোহময়ী রূপে পর্যটকদের কাছে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা ৷ সান্দাকফুর সব জায়গায়তেই ঝিরি তুষারপাত শুরু হয়ে গিয়েছে ৷ বসন্ত কাল এক মুহূর্তে বদলে গিয়েছে জানুয়ারি মাসে ৷ বিশেষে এই সময়ে সান্দাকফু ও দার্জিলিঙে বরফ পড়ার দৃশ্য দেখতে পাওয়া পর্যটকদের কাছে এক প্রকার উপরি পাওনা ৷ সাধারণত জানুয়ারি মাসে বরফ পড়ে ৷ বিগত কয়েকবছরেও মার্চ মাসে বরফ পড়েনি কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফুতে ৷ এই বছর অকাল তুষারপাতে কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফুতে ৷ শৈলরানির শ্বেতস্নাত দৃশ্যতে  আপ্লুত পর্যটকরাও ৷

কয়েকদিন আগেই পাহাড়ে প্রবল বৃষ্টি পাতের কারণে যেসমস্ত পর্যটকরা আটকে পড়ে ছিলেন তাঁদেরকেও উদ্ধার করা হয়েছে ৷ ল্যান্ড রোভার অ্যসোসিয়েসনের মাধ্যমে সাহয্যে এই সমস্ত পর্যটকদের স্থানীয় মানভাঞ্জা এলাকায় আনা হয়েছে ৷ এই বছর সর্বশেষ 26 জানুয়ারি তুষারপাত হয়েছিল পাহাড়ে ৷

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.