'বিজেপি'তে যোগ দিচ্ছি', সাংবাদিক সম্মেলনে জল্পনায় সিলমোহর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 2:16 PM IST

Updated : Mar 5, 2024, 3:00 PM IST

thumbnail

Abhijit Gangopadhyay: বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । রাষ্ট্রপতির কাছে নিজের ইস্তফা পত্র পাঠান তিনি । ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । ইস্তফা দেওয়ার আগেই রাজনৈতিক ময়দানে নামার ইঙ্গিত দিয়েছিলেন । কিন্তু কোন দলে দেখা যাবে তাঁকে তা এখনও স্পষ্ট নয় । যদিও শোনা যাচ্ছে বিজেপির হয়ে আগামী লোকসভা নির্বাচনে তমলুক থেকে প্রার্থী হতে পারেন প্রাক্তন বিচারপতি । কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, তা এখনও অজানা । বিচারপতি হিসেবে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক ঐতিহাসিক রায় দিয়েছেন তিনি । চাকরিপ্রার্থীদের চোখে তিনি 'ভগবান' । যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরি দেওয়ার কথায় তাঁর মুখে শোনা গিয়েছে । প্রিয় বিচারপতির ইস্তফা শুনে সোমবার বহু মামলাকারী এজলাসে তাঁর সামনে কেঁদে ফেলেন । তবে তাঁদের মতে, দুর্নীতি আপোষ করার লোক নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । তাই তিনি যেখানেই যাবেন সেখানেই আমজনতার উন্নতি হবে বলেই আশা সকলের ।

Last Updated : Mar 5, 2024, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.