উত্তপ্ত সন্দেশখালি, গ্রাউন্ড জিরো থেকে প্রতিবেদন ইটিভির প্রতিনিধির, দেখুন সরাসরি..

By ETV Bharat Bangla Team

Published : Feb 24, 2024, 1:23 PM IST

Updated : Feb 24, 2024, 2:43 PM IST

thumbnail

Sandeshkhali Live: পাত্রপাড়ায় এসেছেন পার্থ ভৌমিক ও সুজিত বসু  ৷ নির্যাতিতার সঙ্গে কথা বলছেন ৷ নির্যাতিতারা বলছেন, তাঁদের জমি হাতিয়ে ভেড়িতে পরিণত করেছিল শাহজাহান ও শিবু সর্দাররা ৷ মন্ত্রীদের সঙ্গে সরকারি আধিকারিকরা রয়ছেন ৷ তাঁরা  কাগজপত্র দেখে জমি চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে ৷ মূলত সরকারি নির্দেশ পাওয়ার পরে  রাজ্য়র মন্ত্রীরা সন্দেশখালি এসেছেন ৷ চারিদিকে নিরাপত্তা কড়া ৷ অনেক নির্যাতিতা এই মুহূর্তে গ্রামছাড়া ৷ তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ৷ তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু, পার্থ ভৌমিকেরা সন্দেশখালিতে পৌঁছেছেন। তাঁরা এলাকা ঘুরে দেখছেন এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। প্রত্যেকের অভিযোগ আলাদা আলাদা করে শোনা হচ্ছে ৷ সন্দেশখালির পরিস্থিতি সরাসরি দেখুন ইটিভি ভারতে ৷ 

Last Updated : Feb 24, 2024, 2:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.