মহিলা ভোটকর্মীদের স্বাস্থ্যের দিকে নজর, বিশেষ ব্যবস্থা কমিশনের - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 6:04 PM IST

thumbnail

Women Vote Polling staff: রাত পোহালেই দেশের সবথেকে বড় গণতন্ত্রের উৎসব ৷ জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হতে চলেছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট ৷ সেই ভোটে একদিকে যেমন উত্তরের বেশ কিছু বুথে মহিলা ভোটকর্মীদের আধিক্য দেখা গিয়েছে তেমনই সেই সকল কর্মীদের স্বাস্থ্যের কথা বিশেষভাবে মাথায় রাখল নির্বাচন কমিশন ৷ মহিলাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে তাঁদের দেওয়া হয়েছে স্যানিটারি ন্যাপকিনও। 

পাশাপাশি দেওয়া হয় টুথব্রাশ, পেস্ট, গ্রিন টি-এর মতো প্রয়োজনীয় জিনিসপত্র ৷ প্রথম দফার লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ময়দানে চলে ভোট সামগ্রী দেওয়ার কাজ। পুরুষদের পাশাপাশি 230টি মহিলা বুথে কেন্দ্রের প্রায় হাজার মহিলা ভোট কর্মী, তাঁদের ভোট সামগ্রী বুঝে নেন এদিন ৷

অনেকে আবার ভোটকর্মী হিসাবে নতুনও ৷ তাঁরাও তাঁদের কাজ বুঝে নিতে ব্যস্ত ৷ তবে সকলেই চাইছেন এবার নির্বাচন হোক শান্তিপূর্ণভাবে ৷ ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীরা দফায় দফায় রুট মার্চ চালিয়েছেন ৷ এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে ও ভোট যাতে নির্বিঘ্নে হয়, সেদিকে কড়া নজর নির্বাচন কমিশনের ৷ আপাতত গণতন্ত্রের উৎসবে মেতে উঠতে প্রস্তুত সকলেই ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.