হাইটেক ভোট কর্মী! 3 বুথে কমিশন দিল স্যাটেলাইট ফোন-ওয়াটার প্রুফ ব্যাগ - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 11:02 PM IST

thumbnail

Alipurduar Lok Sabha Poll: দুর্গম এলাকা, দুর্গম পাহাড়ি পথ ৷ এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের 3টি বুথে বাড়তি নজর দিল নির্বাচন কমিশন ৷ রাত পোহালেই দেশ তথা রাজ্যে প্রথম দফার নির্বাচন ৷ বঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার কেন্দ্রে ভোট শুক্রবার ৷ এই প্রথম আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বক্সার প্রত্যন্ত এলাকায় যোগাযোগের বিশেষ ব্যবস্থা করল নির্বাচন কমিশন। আর তার ভোট কর্মীরা এখন হাইটেক ভোট কর্মী। তাঁদের সঙ্গে যোগাযোগ করার জন্য দেওয়া হল স্যাটেলাইট ফোন। পাহাড়ে বৃষ্টির থেকে ইভিএম বাঁচাতে দেওয়া হল ওয়াটার প্রুফ ব্যাগ। 

মোবাইল নেটওয়ার্ক না-থাকায় ভোট কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্য দেওয়া হল স্যাটেলাইট ফোন। পাশাপাশি, ওয়াটার প্রুফ ব্যাগ-সহ অন্যান্য সামগ্রীও দেওয়া হল। আলিপুরদুয়ার লোকসভার অন্তর্গত বক্সা পাহাড়ের তিনটি বুথে এই সকল সামগ্রী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে দেওয়া হল। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে হাঁটাপথে যেতে হয় বক্সা পাহাড়ের ভোট কেন্দ্রগুলিতে। সেখানে ভোটকর্মীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ প্রায় অসম্ভব। 

তাই কমিশন যাতে প্রতি মুহূর্তের খবর পেতে পারে সেজন্য সমস্যার সমাধানে এবার লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে ৷ পাশাপাশি, পাহাড়ে ওঠার সময় যাতে বৃষ্টিতে বা কোনও অঘটনে ইভিএমের ক্ষতি যাতে না-হয় সেজন্য দেওয়া হয়েছে বিশেষ 'ওয়াটার প্রুফ ব্যাগ। মূলত বক্সার এই তিনটি বুথ 11/233, 11/234, 11/235 সমতল থেকে 2 হাজার 600 ফুট উঁচুতে ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.