লোকসভা নির্বাচনের আগে আগামিকাল অন্তর্বর্তী বাজেট, কী বলছে আমজনতা

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 10:48 AM IST

thumbnail

লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট ঘোষণা হবে আগামিকাল ৷ আজ, বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দেবেন ৷ তারপর শুরু হবে বাজেট অধিবেশন ৷ 1 ফেব্রুয়ারি বেলা একটায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন । লোকসভা ভোটের আগে এই বাজেট উল্লেখযোগ্য বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল ৷ 

তবে ভোটের আগে এই বাজেট কি আদৌ জনমুখী হতে চলেছে ? মধ্যবিত্তের মুখে হাসি ফুটবে ? কলকাতা বইমেলায় বই কেনার পাশাপাশি ইটিভি ভারতের প্রতিনিধিকে সেই বিষয়ে নিজেদের মত জানালেন সাধারণ মানুষ ৷ কারও মতে লোকসভা ভোটের পর নতুন রূপ দেখা যাবে কেন্দ্রীয় সরকারের ৷ কেউ বলছেন ধর্মীয় কারণে খরচ না-করে সেই অর্থ শিক্ষা-স্বাস্থ্য খাতে খরচ করলেই ভালো হয় ৷ আবার গৃহবধূদের মতে, দৈনন্দিন প্রয়োজন অর্থাৎ রান্নাঘরের সামগ্রী, যাতায়াতের খরচ খানিকটা কমলে ভালো হয় ৷ এদিকে নতুন প্রজন্ম জোর দিয়েছে মোবাইল রিচার্জে ৷ তারা জানিয়েছে, সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের পক্ষে প্রতি মাসে মোবাইল রিচার্জ করা ব্যয়সাপেক্ষ ৷ এদিকে মোবাইল ছাড়া এখন জীবন চলে না ৷ তাই সেদিকে সরকার নজর দিক ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.