প্রচারের ফাঁকেই জনসংযোগ! রায়গঞ্জে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের - Lok Sabha Election 2024
Published : Apr 5, 2024, 9:36 PM IST
Mamata Banerjee: জলপাইগুড়িতে প্রচার শেষে হেলিকপ্টারে রায়গঞ্জের কর্ণজোড়ায় অডিটোরিয়াম ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখান থেকে সড়কপথে রায়গঞ্জের বেসরকারি হোটেলে পৌঁছন তিনি ৷ সূত্রের খবর, শুক্রবার এখানেই রাত কাটাবেন তিনি ৷ এদিন তাঁর সঙ্গে দেখা করতে আসেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷ এরপর জেলার নেতৃত্বকে নিয়ে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় থেকে পায়ে হেঁটে জনসংযোগ যাত্রা করেন তৃণমূল সুপ্রিমো ৷
রায়গঞ্জ শহর পরিক্রমা করে এই মিছিল রায়গঞ্জের বিদ্রোহী মোড় এলাকায় গান্ধি মূর্তির পাদদেশে এসে শেষ হয় ৷ তাঁকে দেখার জন্য রাস্তায় লোকের ভিড় দেখা যায় ৷ সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পথে বারবার দাঁড়িয়ে আমজনতার সঙ্গে কথাও বলেন তৃণমূল নেত্রী ৷ রাস্তায় শিশুকে কোলে তুলে আদর করেন মুখ্যমন্ত্রী ৷
মমতার সঙ্গে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, গোলাম রব্বানি, সত্যজিৎ বর্মন-সহ জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল ও জেলার শীর্ষ নেতৃত্ব ৷ মুখ্যমন্ত্রী বলেন, "কাল আসার কথা ছিল ৷ আবহাওয়া খারাপ ৷ তাই একদিন আগে আজই রায়গঞ্জে চলে এলাম৷ ৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে মিটিং করে এখানে এসেছি ৷ আমার এখান থেকে যেতে সুবিধা হবে বলেই আজ আগে চলে এসেছি ৷ সময় পেলাম বলে পদযাত্রা করে নিলাম ৷"