দেশজুড়ে 7 দফায় লোকসভা নির্বাচন, গণনা 4 জুন; ঘোষণা কমিশনের
Published : Mar 16, 2024, 2:50 PM IST
|Updated : Mar 16, 2024, 4:46 PM IST
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। শুক্রবারই কমিশনের তরফে জানানো হয়, শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দুপুর 3টে থেকে 2024 সালের লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হবে ৷ 18তম লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম, ওড়িশাতে বিধানসভা নির্বাচন ৷ সেই দিনও ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন ৷ এর আগে 2019 সালে দেশজুড়ে 7 দফায় লোকসভা নির্বাচন হয়েছিল ৷ 11 এপ্রিল থেকে ভোট শুরু হয়ে একমাসেরও বেশি সময় ধরে ভোট চলেছিল ৷ 19 মে ভোটগ্রহণ পর্ব শেষ হয় ৷ ফল ঘোষণা হয়েছিল 23 মে ৷ পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হয়েছিল ৷ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সুষ্ঠু নির্বাচনের জন্য 920 কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে ৷
Last Updated : Mar 16, 2024, 4:46 PM IST