thumbnail

হাওড়া ব্রিজে কলকাতাগামী গাড়িতে আগুন, চাঞ্চল্য

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 10:48 PM IST

হাওড়া ব্রিজে চলন্ত গাড়িতে হঠাৎ আগুন ৷ মঙ্গলবার রাত্রি 8টা 15 মিনিট নাগাদ হাওড়া ব্রিজের উপরে চলন্ত একটি প্রাইভেট গাড়িতে হঠাৎ আগুন লাগে । মুহূর্তের মধ্যে দাউ দাউ করে গোটা গাড়ি জ্বলতে শুরু করে। হাওড়া ট্রাফিক সূত্রের খবর, গাড়িটি কলকাতা অভিমুখে যাচ্ছিল। ব্রিজ থেকে নামার আগে এই দুর্ঘটনা ঘটে । দেখামাত্রই পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে উপস্থিত ট্রাফিক ও নর্থ পোর্ট থানার আধিকারিকরা । কলকাতা পুলিশের ক্রেনের মাধ্যমে গাড়িটিকে অন্যত্র সরিয়ে যাওয়া হয় । যদিও ঘটনাকে কেন্দ্র করে কলকাতা অভিমুখে যান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে ৷ উপস্থিত ট্রাফিক আধিকারিকদের সাহায্যে পরিস্থিতি সামাল দেওয়া হয় ৷ ঘটনার খবর পেয়ে দমকলের একটি গাড়ি আগুন নেভানোর কাজে লাগে । যদিও ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই পুলিশ সূত্রে খবর । আপাতত যান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হয়েছে ।

উল্লেখ্য, চলতি মাসে ও গত বছরের ডিসেম্বর মাসেও হুগলি সেতুর উপর আচমকাই গাড়িতে একইভাবে আগুন ধরার ঘটনা ঘটে । ওই ঘটনার জেরে একইভাবে কলকাতামুখী লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । পুনরায় ফের নতুন বছরের শুরুতেই হাওড়া ব্রিজে একই ঘটনা ঘটল ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.