ETV Bharat / state

গাড়ির ড্যাশবোর্ড থেকে 7 কোটির সোনা উদ্ধার, গ্রেফতার ভিন রাজ্যের 2

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 7, 2024, 8:52 PM IST

Gold Recovered
সোনা উদ্ধার

Gold Recovered in Siliguri: গাড়ির ড্যাশবোর্ডে লুকনো সাড়ে সাত কোটি টাকার সোনার বিস্কুট ৷ ইন্দো-মায়ানমার সীমান্ত থেকে গুরগাঁওয়ে পাচারের আগে ডিআরআইয়ের অভিযানে উদ্ধার সোনাগুলি ৷ ঘটনায় গ্রেফতারর ভিন রাজ্যের দু'জন ৷

শিলিগুড়ি, 7 মার্চ: ইন্দো-মায়ানমার সীমান্ত দিয়ে ভারতে এনে বিপুল পরিমাণ পাচারের ছক অভিযান চালিয়ে ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ (ডিআরআই) । বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 7 কোটি 54 লক্ষ টাকার সোনা উদ্ধার করেন ডিআরআই আধিকারিকরা । অভিযানে উদ্ধার হয়েছে 11 কেজি 650 গ্রাম ওজনের মোট 70টি সোনার বিস্কুট । বিস্কুটগুলোর উপরে অস্ট্রেলিয়া ও রাশিয়ার কোন কারখানার চিহ্ন খোদাই করা রয়েছে । ওই সোনার বিস্কুট পাচারের অভিযোগে হরিয়ানার দুই পাচারকারীকে গ্রেফতার করেছে ডিআরআই ।

ধৃতদের নাম মঞ্জিত ও অঙ্কিত । দুজনেই হরিয়ানার গুরাওয়ারের বাসিন্দা । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন । ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ইন্দো-মায়ানমারের 'মোরেহ' সীমান্ত দিয়ে ওই সোনা ভারতে ঢোকে । মণিপুরে হাতবদলের পর ওই দুই পাচারকারীর কাছে পৌঁছয় । এরপর ওই দুই পাচারকারী চারচাকা গাড়িতে করে ওই সোনার বিস্কুটগুলো পাচারের উদ্দেশে রওনা দেয় । এ দিকে হাতবদলের পরই পাচারের খবর পেয়ে যায় ডিআরআই । খবর মতো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ঘোষপুকুর টোল গেটের কাছে ফাঁদ পাতেন ডিআরআই আধিকারিকরা । এরপর গাড়িটি টোল গেটের কাছে পৌঁছতেই আধিকারিকরা সন্দেহভাজন গাড়িটিকে দাঁড়াতে নির্দেশ দেন । কিন্তু পাচারকারীরা ধরা পরে যাওয়ার আশংকায় গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে ।

পাচারকারীরা পালাতেই ডিআরআই আধিকারিদের তিনটে দল গাড়িতে করে পাচারকারীদের গাড়ির পিছনে ধাওয়া করে । বিহারের ডালখোলা, পূর্ণিয়া হয়ে পালানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের । কিন্তু রুদ্ধশ্বাস অভিযানের পর বিহারের আরহারিয়া জেলার নারপতগঞ্জে পাচারকারীদের ধরে ফেলে ডিআরআই । এরপর ধৃতদের আটক করে নিয়ে আসা হয় শিলিগুড়ি কার্যালয়ে । সেখানে গাড়িতে তল্লাশি চালালে গাড়ির সামনের ড্যাশবক্সে এলইডি স্ক্রিনের পিছনে একটি কাঠের বাক্সে সিল করা অবস্থায় ওই 70টি সোনার বিস্কুট উদ্ধার হয় । এরপরই ওই দু'জনকে গ্রেফতার করে ডিআরআই ।

ডিআরআইয়ের আইনজীবী রতন বণিক বলেন, "ওই সোনা গুরগাঁওয়ে পাচারের পরিকল্পনা ছিল । ঘটনায় একটি আন্তর্জাতিক পাচারচক্র জড়িত রয়েছে । পাচারে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । পাচারে ব্যবহৃত চারচাকা গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ।"

আরও পড়ুন:

  1. এসটিএফের অভিযানে উদ্ধার দেড় কোটির মাদক, গ্রেফতার তিন পাচারকারী
  2. মলদ্বারে লুকোনো কয়েক লক্ষের সোনা, সীমান্তে গ্রেফতার তিন বাংলাদেশি
  3. সীমান্তে প্রায় 7 কোটির সোনা-সহ বিএসএফের জালে 1, পলাতক অপরজন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.