ETV Bharat / state

বসন্ত এলেও দাপট দেখাচ্ছে বৃষ্টি, তাপমাত্রার পারদ আদৌ কি নামবে! জানাচ্ছে হাওয়া অফিস

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 7:42 AM IST

WB Weather Update
ভরা বসন্তে সপ্তাহান্তে চলবে বৃষ্টি

WB Weather Update: আগামিকাল 24 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 25 এবং 26 ফেব্রুয়ারি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷

বসন্ত এলেও দাপট দেখাচ্ছে বৃষ্টি

কলকাতা, 23 ফেব্রুয়ারি: বসন্তে এলেও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ । ভরা ফাল্গুনেও ভিজবে শহর থেকে শহরতলি ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা। বসন্তের হঠাৎ বৃষ্টিতে অফিস ফেরত মানুষজন বেকায়দায় পড়েন । শুধু কলকাতা নয় বৃষ্টি হয়েছে হাওড়া এবং দুই 24 পরগনাতেও । আগামিকাল, 24 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "23 তারিখ উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে তার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল 24 ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং ছাড়া অন্যান্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে । বিশেষত 25 এবং 26 ফেব্রুয়ারি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"

এছাড়াও পশ্চিমে জেলাগুলোতে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে । আগামিকাল 24 ফেব্রুয়ারি কলকাতা ও আশেপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ কলকাতায় আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে ৷

বসন্তেও কেন এই বৃষ্টিপাত?

এই প্রসঙ্গেই আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে । একইসঙ্গে উত্তর-পশ্চিম দিক দিয়ে শুষ্ক বাতাসও প্রবেশ করছে । এরপাশাপাশি হঠাৎ করে গরম বেড়ে গিয়েছে ৷ এই তিনটি কারণে বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে । প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসে সাধরণত যে তাপমাত্রা থাকে তাপমাত্রা তার তুলনায় 2 থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে ।

বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89শতাংশ। আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. আজ কর্মক্ষেত্রে আপনার কি পদোন্নতির সম্ভাবনা রয়েছেন ? জানুন রাশিফলে
  2. রোজ খাদ্যতালিকায় রাখা খেতে পারে আনারস, এর স্বাস্থ্য উপকারিতা বহু
  3. বায়োটিনের অভাবে চুল পড়ার সমস্যা হয়, পাতে রাখুন বাদাম-ডিম
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.