ETV Bharat / state

অগ্নিগর্ভ পরিস্থিতির 14 দিনের মাথায় সন্দেশখালিতে রাজীব, পুলিশ কর্তাদের সঙ্গে দু'ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 4:29 PM IST

Updated : Feb 21, 2024, 7:56 PM IST

DG Rajeev Kumar visits Sandeshkhali: উত্তপ্ত সন্দেশখালির পরিস্থিতি নিজের চোখে দেখতে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ এদিকে একের পর এক ঘটনায় সন্দেশখালি নিয়ে রাজনৈতিক পারদ আরও চড়ছে ৷

ETV Bharat
সন্দেশখালিতে ডিজি রাজীব কুমার

সন্দেশখালিতে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার

সন্দেশখালি, 21 ফেব্রুয়ারি: বাস্তব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার সন্দেশখালি গেলেন রাজ‍্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ সন্দেশখালির পরিস্থিতি অগ্নিগর্ভ হওয়ার 14 দিনের মাথায় রাজ‍্য পুলিশের এই শীর্ষ কর্তা সন্দেশখালির মাটিতে পা দিলেন ৷ দুপুর আড়াইটে নাগাদ ডিজি-র কনভয় এসে পৌঁছয় ধামাখালি বাজার চত্বরে ৷ সেখানে থেকে ফেরিঘাটে একটি লঞ্চে করে জলপথে সন্দেশখালি ঘাটে যান ৷ তাঁর সঙ্গে রয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, বসিরহাট জেলার পুলিশ সুপার রহমান মেহেদি হোসেন-সহ পুলিশের শীর্ষ কর্তারা ৷

সন্দেশখালি ফেরিঘাট থেকে একটি টোটোয় চেপে এদিন প্রথমেই থানায় আসেন ডিজি ৷ সেখানে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি ৷ প্রায় দু'ঘন্টা ধরে সন্দেশখালি থানায় পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ডিজি রাজীব কুমার। বিকেল সাড়ে চারটে নাগাদ থানা থেকে বেরিয়ে ফের টোটোতে চেপে পাশেই পিডব্লুউডি-র একটি সরকারি গেস্ট হাউসে আচমকা ঢুকে পড়েন রাজ‍্য পুলিশের এই শীর্ষ কর্তা।সেখানে প্রায় দেড় ঘন্টা স্থানীয় থানার অন্তর্ভুক্ত সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে ম‍্যারাথন বৈঠক করেন ডিজিপি রাজীব কুমার।মূলত,এলাকার আইনশৃঙ্খলা সহ বেশকিছু ইস্যু নিয়ে আলোচিত হয়েছে সেই বৈঠকে।এমনটাই খবর পুলিশ সূত্রে। সিভিক ভলেন্টিয়ারদের সাথে বৈঠক শেষে এদিন সন্ধ্যায় আবারও টোটোতে চেপে সন্দেশখালি ফেরিঘাটে এসে পৌঁছান রাজ‍্য পুলিশের ডিজিপি রাজীব কুমার।সেখানে আগে থেকেই একটি লঞ্চ প্রস্তুত ছিল তাঁর আসা-যাওয়ার জন্য।সেই লঞ্চে করেই এডিজি(সাউথ বেঙ্গল)সুপ্রতিম সরকারকে সঙ্গে নিয়ে তিনি নদীপথ পেরিয়ে সেতুলিয়া সর্দারপাড়ার দিকে চলে যান। তবে,রাজ‍্য পুলিশের ডিজিপি রাজীব কুমার ঠিক কোথায় গেলেন তা সঠিকভাবে জানা সম্ভব না হলেও মনে করা হচ্ছে বুধবার তিনি রাত্রিযাপন করবেন সন্দেশখালিতেই।এমনই জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷

5 জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি ৷ সেদিন ইডির উপর হামলার ঘটনার ঘটে ৷ তারপর থেকেই ফেরার শাহজাহান ৷ এরপর থেকে ঘটনা পরম্পরা যেদিকে মোড় নিয়েছে, যেভাবে একের পর এক মারাত্মক অভিযোগ উঠতে শুরু করেছে, তাতে স্বভাবতই চাপে পড়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকার ৷ দিল্লি থেকে জাতীয় মহিলা কমিশন, জাতীয় তফিসিলি কমিশন সন্দেশখালি ঘুরে গিয়েছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেছেন ৷ এমনই আবহে সন্দেশখালির পরিস্থিত খতিয়ে দেখতে গেলেন রাজ্য পুলিশের ডিজি।

আরও পড়ুন:

  1. প্রকাশ্যে শাহজাহানের দুই শাগরেদ শিবু-উত্তমের নয়া কীর্তি, ফুঁসছে সন্দেশখালি
  2. নজর ঘোরাতেই ইস্যু 'খালিস্তান', মোদিকে লেখা চিঠিতে মমতাকেও 'মিথ্যেবাদী' বললেন শুভেন্দু
  3. তৃণমূল নেতা শাহজাহানের গ্রেফতারির দাবিতে সন্দেশখালির অলিগলিতে পোস্টার
Last Updated : Feb 21, 2024, 7:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.