ETV Bharat / state

সোমে বর্ধমান ও দুর্গাপুরে ভোট, চরম ব্যস্ততা ভোটকর্মী ও পুলিশের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 10:19 PM IST

Lok Sabha Election 2024: সোমবার চতুর্থ দফায় বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ভোট ৷ তার আগে রবিবার চূড়ান্ত ব্যস্ততা জেলার ডিসিআরসি কেন্দ্রগুলিতে ৷ সেখান থেকে বুথের দিকে রওনা দিয়েছেন ভোটকর্মীরা ৷

Lok Sabha Election 2024
চতুর্থ দফার লোকসভা নির্বাচন (নিজস্ব ছবি)

দুর্গাপুর/বর্ধমান, 12 মে: রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন । ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে ৷ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সাতজন ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আটজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে সোমবার । ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে জেলাকে । জায়গায় জায়গায় শুরু হয়েছে নাকা চেকিং ।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে ৷ তার মধ্যে বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, ভাতার ও গলসি বিধানসভার আরসি ভেনু করা হয়েছে বর্ধমান ইউনিভার্সিটি ইন্সটিটিউট অফ টেকনোলজিতে । অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের জন্য ডিসি ভেনু করা হয়েছে শ্যামসুন্দর কলেজ, জামালপুরের কিষান মান্ডি, কালনার কিষানমান্ডি, মেমারি কলেজ, পূর্বস্থলী ব্লকের কিষাণ মান্ডিতে । এই লোকসভা কেন্দ্রের আরসি ভেনু করা হয়েছে বর্ধমানের এমবিসি ইন্সটিটিউট অফ টেকনোলজি, সাধনপুরে।

Lok Sabha Election 2024
রাত পোহালেই চতুর্থ দফার নির্বাচন (নিজস্ব ছবি)

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ডিসি-আরসি সেন্টার করা হয়েছে দুর্গাপুর গর্ভমেন্ট কলেজে । দুর্গাপুর পূর্ব (276 )এবং দুর্গাপুর পশ্চিম (277) বিধানসভার বুথগুলিতে এইখান থেকেই যাচ্ছে ভোটগ্রহণের সরঞ্জাম । রবিবাসরীয় সকাল থেকে তাই চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা গেল দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে । সবচেয়ে ব্যস্ততা তুঙ্গে পুলিশকর্মীদের মধ্যে ।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম এই দুটি কেন্দ্রে মোট বুথ সংখ্যা 597টি । দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট কর্মী 1444 জন ৷ মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 64 হাজার 7 জন । দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোট কর্মী 1519 জন ৷ মোট ভোটার সংখ্যা 2 লক্ষ 76 হাজার 673 জন । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকছে 88 কোম্পানি । রাজ্য পুলিশ থাকছে 5472 । দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম বিধানসভা এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকছে 16 কোম্পানি ৷ পাশাপাশি মোতায়েন থাকছেন প্রায় 2200 পুলিশ কর্মী ।

Lok Sabha Election 2024
ডিসিআরসি কেন্দ্রগুলিতে চরম ব্যস্ততা (নিজস্ব ছবি)

দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, "এবারের ভোটে আমরা একটা অভিনব পথ অবলম্বন করেছি । কোন একটি বা দুটি মডেল বুথ নয় । সমস্ত বুথগুলিকে সাজিয়ে তুলেছি ভোটারদের ভোটদানে আকৃষ্ট করার জন্য । সমস্ত বুথগুলির সামনে ছাউনি করা হয়েছে ৷ পানীয় জলের ব্যবস্থা থাকছে ৷ এছাড়াও ভোটকর্মীদের সুবিধার জন্য যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে ৷ যাতে তাঁদের কোনরকম অসুবিধা না হয় । ওআরএস, কার্বলিক অ্যাসিড ও বিকল্প আলোর ব্যবস্থা সমস্ত কিছুই দেওয়া হয়েছে ভোটকর্মীদের । দুর্গাপুরে নব দিগন্ত কুষ্ঠ কলোনির বুথটিকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে । তাছাড়াও দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার সমস্ত বুথগুলিকে সুন্দর করে সাজানো হয়েছে ।"

Lok Sabha Election 2024
ডিসিআরসি কেন্দ্র থেকে বুথের পথে ভোটকর্মীরা (নিজস্ব ছবি)

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুই দুর্গাপুর বিধানসভা কেন্দ্র বাদ দিয়ে বাকি পাঁচটি আসনে 1442টি বুথে ভোটগ্রহণ করা হবে । মোট ভোটার 13 লক্ষ 8 হাজার 672 জন । এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6 লক্ষ 54 হাজার 929 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 6 লক্ষ 53 হাজার 718 জন । তৃতীয় লিঙ্গের ভোটার 25 জন ।

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাত বিধানসভা আসনে 1942টি বুথে ভোটগ্রহণ করা হবে । মোট ভোটার সংখ্যা 17 লক্ষ 99 হাজার 121 জন । এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 9 লক্ষ 12 হাজার 416 জন ৷ মহিলা ভোটারের সংখ্যা 8 লক্ষ 86 হাজার 654 জন । তৃতীয় লিঙ্গের ভোটার 51 জন ৷ বর্ধমান পূর্ব লোকসভার অন্তর্গত সাতটা বিধানসভা কেন্দ্রের মধ্যে রায়নাতে 287টি বুথে, জামালপুরে 258 বুথে, কালনাতে 267 বুথে, মেমারিতে 285 বুথে, পূর্বস্থলী দক্ষিণে 266 বুথে, পূর্বস্থলী উত্তরে 278 বুথে ও কাটোয়াতে 301টি বুথে ভোটগ্রহণ করা হবে ।

আরও পড়ুন:

  1. রাত পোহালেই চতুর্থ দফা নির্বাচন, বহরমপুর ডিসিআরসিতে ব্যস্ততার চেনা ছবি
  2. চতুর্থ দফায় ভোটের প্রস্তুতি বীরভূম-বোলপুরে, বুথের পথে ভোটকর্মীরা
  3. নেই একশো দিনের কাজ! ভোট উৎসবে বিকল্প রোজগারের পথ খুঁজে পেলেন 'ওঁরা'
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.