ETV Bharat / state

'ভদ্রভাবে' পাঁচ কোটি টাকা চেয়ে উদয়নকে হুমকি চিঠি কেএলও'র - Udayan Guha

Udayan Guha Gets Threat Letter: উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ'কে হুমকি চিঠি কেএলও-র ৷ আগামী 10 দিনের মধ্যে 5 কোটি টাকা দিতে বলা হয়েছে তাঁকে ৷ ঘটনায় শোরগোল পরে গিয়েছে রাজনৈতিক মহলে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 12:47 PM IST

Updated : Apr 24, 2024, 3:12 PM IST

Udayan Guha
উদয়ন গুহ
উদয়ন গুহ

কোচবিহার, 24 এপ্রিল: "ভয় দেখিয়ে আমাকে আটকানো যাবে না ৷" কেএলও-র হুনকি চিঠি প্রসঙ্গে এমনই মত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ৷ আগামী 10 দিনের মধ্যে 5 কোটি টাকার দাবি জানিয়ে বুধবার সকালে একটি হুমকি চিঠি আসে উদয়নের কাছে ৷ সেই চিঠির প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, "সকালবেলায় হোয়াটসঅ্যাপে একটি চিঠি পেয়েছি ৷ খুব ভদ্রভাবেই 5 কোটি টাকা চাওয়া হয়েছে ৷ তাঁদের স্বাধীনতা সংগঠনের কাজের জন্য 10 দিনের মধ্যে সেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে ৷ ইতিমধ্যেই বিষয়টি কোচবিহারের এসপি-কে জানিয়েছি ৷ দিনহাটার আইসি-কেও জানাব ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখবেন তাঁরা ৷" এরপরই তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করেন ৷ তিনি বলেন, "কেএলও-র লেটার প্যাডে চিঠিটা লেখা হয়েছে ঠিকই ৷ কিন্তু এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রও থাকতে পারে ৷ নির্বাচনী প্রচারের জন্য আমি ঘুরে বেড়াচ্ছি ৷ তাই হয়তো ভয় দেখিয়ে আমাকে বাধা দিতে চাইছে ৷ কিন্তু এতে কোনও কাজ হবে না ৷"

KLO Threat Letter
কেএলও-র হুমকি চিঠি

বুধবার সকালে একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) লেটার হেডে ওই হুমকি চিঠি আসে উদয়নের কাছে ৷ ইংরেজিতে সেখানে লেখা, 1993 সাল থেকে তাঁরা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন । তাঁদের এই লড়াইয়ে সহযোগিতা করার জন্য আগামী 10 দিনের মধ্যে 5 কোটি টাকা দিতে হবে উদয়নকে ৷ চিঠি হাতে পেতেই পুলিশে অভিযোগ জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ৷ তদন্ত শুরু হয়েছে৷

ঘটনাচক্রে লোকসভা নির্বাচনের আগেও তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । যদিও তাতে গুরুত্ব দেননি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী । প্রথম দফার ভোটের পর পরিস্থিতি অনেকটাই শান্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তারইমধ্যে বুধবার সকালের এই ঘটনা ৷

পুলিশের একাংশের দাবি, বেশকিছুদিন ধরেই টাকা চেয়ে এ ধরণের হুমকি চিঠি অসম-বাংলা সীমান্তের বক্সিরহাট, কামাক্ষ্যাগুড়ি, বারোবিশা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছে পাঠানো হচ্ছে । হুমকি চিঠি পাঠানো হচ্ছে কেএলও চিফ জীবন সিংহের লেটার হেডে, বলেও জানা গিয়েছে ৷ ঘটনায় ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন:

উদয়ন গুহ

কোচবিহার, 24 এপ্রিল: "ভয় দেখিয়ে আমাকে আটকানো যাবে না ৷" কেএলও-র হুনকি চিঠি প্রসঙ্গে এমনই মত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর ৷ আগামী 10 দিনের মধ্যে 5 কোটি টাকার দাবি জানিয়ে বুধবার সকালে একটি হুমকি চিঠি আসে উদয়নের কাছে ৷ সেই চিঠির প্রসঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, "সকালবেলায় হোয়াটসঅ্যাপে একটি চিঠি পেয়েছি ৷ খুব ভদ্রভাবেই 5 কোটি টাকা চাওয়া হয়েছে ৷ তাঁদের স্বাধীনতা সংগঠনের কাজের জন্য 10 দিনের মধ্যে সেই টাকা দেওয়ার কথা বলা হয়েছে ৷ ইতিমধ্যেই বিষয়টি কোচবিহারের এসপি-কে জানিয়েছি ৷ দিনহাটার আইসি-কেও জানাব ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখবেন তাঁরা ৷" এরপরই তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করেন ৷ তিনি বলেন, "কেএলও-র লেটার প্যাডে চিঠিটা লেখা হয়েছে ঠিকই ৷ কিন্তু এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রও থাকতে পারে ৷ নির্বাচনী প্রচারের জন্য আমি ঘুরে বেড়াচ্ছি ৷ তাই হয়তো ভয় দেখিয়ে আমাকে বাধা দিতে চাইছে ৷ কিন্তু এতে কোনও কাজ হবে না ৷"

KLO Threat Letter
কেএলও-র হুমকি চিঠি

বুধবার সকালে একটি অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কামতাপুরি লিবারেশন অর্গানাইজেশন (কেএলও) লেটার হেডে ওই হুমকি চিঠি আসে উদয়নের কাছে ৷ ইংরেজিতে সেখানে লেখা, 1993 সাল থেকে তাঁরা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন । তাঁদের এই লড়াইয়ে সহযোগিতা করার জন্য আগামী 10 দিনের মধ্যে 5 কোটি টাকা দিতে হবে উদয়নকে ৷ চিঠি হাতে পেতেই পুলিশে অভিযোগ জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ৷ তদন্ত শুরু হয়েছে৷

ঘটনাচক্রে লোকসভা নির্বাচনের আগেও তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । যদিও তাতে গুরুত্ব দেননি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী । প্রথম দফার ভোটের পর পরিস্থিতি অনেকটাই শান্ত কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। তারইমধ্যে বুধবার সকালের এই ঘটনা ৷

পুলিশের একাংশের দাবি, বেশকিছুদিন ধরেই টাকা চেয়ে এ ধরণের হুমকি চিঠি অসম-বাংলা সীমান্তের বক্সিরহাট, কামাক্ষ্যাগুড়ি, বারোবিশা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের কাছে পাঠানো হচ্ছে । হুমকি চিঠি পাঠানো হচ্ছে কেএলও চিফ জীবন সিংহের লেটার হেডে, বলেও জানা গিয়েছে ৷ ঘটনায় ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

আরও পড়ুন:

Last Updated : Apr 24, 2024, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.