ETV Bharat / state

মার্চেই দাবদাহের সতর্কতা, স্বস্তি দিয়ে সোম-মঙ্গল বঙ্গে বৃষ্টির পূর্বাভাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 7:04 AM IST

Etv Bharat
Etv Bharat

WB Weather Update: ফাগুনেই আগুন ঝরার পূর্বাভাস ৷ আসন্ন গরমকালে তীব্র তাপপ্রবাহ চলার পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷ আগামী পাঁচদিন বঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন ৷

কলকাতা, 4 মার্চ: মার্চের শুরুতেই তাপমাত্রার পারদ বেশ চড়া । ভরা বসন্তে উষ্ণতার এই দাপাদাপিতে আসন্ন গ্রীষ্মকালের ছবিটা স্পষ্ট ৷ ইতিমধ্যেই তার পূর্বাভাসও শুনিয়ে রেখেছে মৌসম ভবন । আবহবিদরা বলছেন, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশের পূর্ব ও মধ্যভাগে তীব্র তাপপ্রবাহ চলবে । স্বাভাবিকের চেয়ে পারদ এখনই বেশি থাকছে ৷ ওড়িশা, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে চলতি মাস থেকেই প্রচণ্ড গরম পড়তে পারে । মৌসম ভবন বলছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত বাড়বে । ইতিমধ্যেই দক্ষিণ ভারতে তাপমাত্রা বাড়ছে । 123 বছরের ইতিহাসে উষ্ণতম ফেব্রুয়ারি মাস ছিল এই বছর ৷

আজ ও আগামিকাল অর্থাৎ সোম-মঙ্গল দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বুধবার থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় । বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করাতেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই বর্ধমানে সোম ও মঙ্গল বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

বুধবার থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া গেলেও আগামী পাঁচদিন দিন ও রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না । উত্তরবঙ্গেও একই আবহাওয়া থাকবে ৷ সোম-মঙ্গলে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাকি জেলায় আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে । বুধবার থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে উত্তরবঙ্গের সমস্ত জেলায় । আগামী পাঁচদিন দিন এবং রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ।

রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি । যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 94 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন :

  1. আবহাওয়ার খামখেয়ালিপনায় বাড়ছে সর্দি-কাশির সমস্যা ? সুস্থ থাকার পরামর্শ দিলেন চিকিৎসক
  2. গরমে ডিম খেলে কি স্বাস্থ্যের ক্ষতি হয় ?
  3. এই সব ফলই ভিটামিন-সি তে ভরপুর, গ্রীষ্মকালীন খাদ্যতালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.