ETV Bharat / state

ঘূর্ণাবর্তের জেরে হালকা বৃষ্টি দক্ষিণে, এক ধাক্কায় পারদ নামল 5 ডিগ্রি - WB WEATHER Report

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 8:02 AM IST

WB Weather Update
WB Weather Update

WB Weather Update: তাপপ্রবাহের জেরে প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছে দক্ষিণবঙ্গবাসীর । সকলেই বৃষ্টির অপেক্ষায় । গতকালের পর আজ, সপ্তাহের শুরুর দিনেও হালকা বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলো ৷

কলকাতা, 8 এপ্রিল: ভ্যাপসা গরমে জেরবার বঙ্গে স্বস্তি নিয়ে এল বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত । উত্তর বাংলাদেশ এবং তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করা এই ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । ফলস্বরূপ রবিবার দিনভর দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির দেখা মিলেছে । সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া । ফলে গত কয়েকদিনের যে খড়তাপ প্রাণান্তকর পরিস্থিতি তৈরি করেছিল তা থেকে মুক্তি মিলেছে খানিকটা । পাশাপাশি একধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি নেমে গিয়েছে ।

  • রবিবার দক্ষিণবঙ্গের উষ্ণতম জেলা মুর্শিদাবাদ ৷ তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি । দ্বিতীয় উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া ও আসানসোল । সর্বোচ্চ তাপমাত্রা 37.7 ডিগ্রি সেলসিয়াস । পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস । বাকি জেলাগুলোর মধ্যে হাওড়া, মালদা, বাঁকুড়া, কৃষ্ণনগর, বর্ধমান ও বোলপুরে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে । কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 5.2 ডিগ্রি সেলসিয়াসের নীচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 87 শতাংশ ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে । পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার থাকতে পারে । কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে । আজকের পর বৃষ্টিপাত কিছুটা কমবে । পাশাপাশি বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি কমবে এবং এই মুহূর্তে তাপপ্রবাহের কোনও সতর্কতা নেই । অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে ।

উল্লেখ্য, তাপপ্রবাহের পরিস্থিতি কয়েকদিন আগেও ছিল দক্ষিণবঙ্গে । রবিবার তাপমাত্রার এই হঠাৎ পরিবর্তনে স্বস্তি পাচ্ছে জনজীবন । হালকা বৃষ্টি সর্বত্র হয়েছে । আজ, সোমবার দিনের আকাশ মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 24 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

  1. বৃষ্টি এল ঝেঁপে ! দহনজ্বালা জুড়িয়ে ক্ষণিকের স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে
  2. উত্তরের পর এবার ভিজবে দক্ষিণবঙ্গও, তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বার্তা হাওয়া অফিসের
  3. সপ্তাহের শুরুতেই অর্থলাভ কন্যার, প্রেম প্রস্তাব পাবে কর্কট; বাকিদের ভাগ্যে কী ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.